
Bhogoban Jane chords by Anjan Dutta
Guitar chords with lyrics
Tuning: Standard (E A D G B E) Verse 1: A D একটা বুড়ো গ্রামোফোন,যার বাজনা কখনো থামেনা A E একটা জোকার, যার মুখে ধেবড়ে গেছে হাসি। A D একটা হেরে যাওয়া সৈন্যের দল, যারা হার মেনে নেয় না A E A আমি তাদের মতো করে তোমাকে ভালোবেসেছি। A D একটা রাজপুত্তুর, যার মুকুট হারিয়ে গেছে A E একটা বৃষ্টিতে ভেজা প্রথম প্রেমের চিঠি। A D একটা বদ্ধ মাতাল, যে বাড়ি ফিরে যাবেই A E A আমি তাদের মতো করে তোমাকে ভালোবেসেছি।
🎸
Accuracy Rating: - Votes: -
Chorus: D A শুধু পারিনি বুঝাতে এ সব কথার মানে D A শুধু দেখে গেছি তোমার দুঃখ আর ভয়। D A যদি ভগবান বেঁচে থাকে কোথাও কোনো খানে E A ভগবান জানে, এটা শুধু গান নয়। Verse 2: A D একটা পিংপং, যে আর ধ্বংস করতে চায়না A E একটা চঞ্চল ছটফটে নির্বাক ছবি। A D একটা সিনাত্রা, যার গলা বসে গেছে A E A আমি তাদের মতো করে তোমাকে ভালোবেসেছি। A D একটা মেঘের পেছনে লুকিয়ে কাঞ্চনজংঘা A E একটা বধির বাচ্চার আবেগের হাততালী। A D একটা হিজরে, যার হঠাৎ পায় লজ্জা A E A আমি তাদের মতো করে তোমাকে ভালোবেসেছি। Chorus: D A শুধু পারিনি বুঝাতে এ সব কথার মানে D A শুধু দেখে গেছি তোমার দুঃখ আর ভয়। D A যদি ভগবান বেঁচে থাকে কোথাও কোনো খানে E A ভগবান জানে, এটা শুধু গান নয়।
Last updated:
Your last visited songs
- The Beatles Like Dreamers Do - bass
- Rusty Clanton Taking Back My Heart - chords
- Da Silva Loin - chords
- Anjan Dutta Bhogoban Jane - chords
- Anjan Dutta Akashvora Shurjo Tara - chords
- The Exploration I Guess Im Leaving - tabs
- Johnny Hallyday Que Je Taime - bass
- Hopes Die Last Never Trust The Hazel Eyed - tabs
- Mickie Krause Schatzi Schenk Mir Ein Foto - chords
- Wilson Pickett 634-5789 - tabs