Key: C Verse:1: C Am কথারা কেউ থাকবেনা জেনে তবুও E কথা দেওয়া বারোমাস Dm E এই মিথ্যে কথার শহরে ভালোবাসার বদভ্যাসে
F G7 C গলিময় আজ শুধুই স্তব্ধতা Verse:2: C Am তোমার আগমন উদাস চিত্তে গ্রীষ্ম দুপুরে E Dm বিষন্ন রুমালের ক্ষণিকের নিম্নচাপে E F ভুলে যাই বিবর্ণ অতীত,আর আত্মগোপনে G7 C বাড়ছে আয়ুরেখা Chorus: F G7 F দূর্গা দূর্গা দূর্গা এসো একবার নয় আমার G7 C শহরে বুঝে নিও কথা ভাষার নিরবতায় F G7 F দূর্গা দূর্গা দূর্গা এসো স্বেচ্ছায় এসো আমার শহরে G7 C সাক্ষাৎ হবে শারদ সন্ধ্যায়। Verse:3: C তোমার কোকড়ানো চুল,টানাটানা চোখ Am চোখের চাওনি ধ্বংসাত্মক E Dm কানের দির্ঘ ঝুমকো টা আর কপালের ভাজে E প্রেমাকুতি সঞ্চয় F আঁকতে চেয়েছি হঠাৎ তোমায় G7 C স্কুলের পুরনো ডায়রিটায় অহেতুক। Verse:4: F C এসো একবার এই শহরে,এই দুঃখ বিলাসী নগরে, Dm E অবরোধ গড়া অভিমানই আমার শিল্প বলীয়ান F C তব পথপানে চেয়ে শুনি সুদিনের হাহাকার Dm E শূন্য এ রাজপথে তুমিই শ্রেষ্ঠ হাতিয়ার F G7 ঝরা পাতার অমরত্ব এখানে রয়েছে অব্যাহত F G C রোদন ভরা বসন্ত বহুকাল। Chorus: F G7 F দূর্গা দূর্গা দূর্গা এসো একবার নয় আমার G7 C শহরে বুঝে নিও কথা ভাষার নিরবতায় F G7 F দূর্গা দূর্গা দূর্গা এসো স্বেচ্ছায় এসো আমার শহরে G7 C সাক্ষাৎ হবে শারদ সন্ধ্যায়। Verse:5: F C আজও সঙ্গ পেলেই দেখা যায়,ট্রামের ছোট্ট জানলাটায় Dm E ধূলি ধূসরিত গড়ের মাঠ,আর হাওয়াই মিঠাই Am উড়িয়ে হাওয়ায়,দেখবো পুরনো F G7 C কলকাতায়,সন্ধ্যে আরতি সন্ধ্যাবেলায়। F G7 F কোনো এক আলোর উৎসবে,তুমি G7 C আলোরেখা হয়ও আমি হব দেশলাই।
Published:
Last updated: