Dekhecho Ki Taake chords by Subhamita Banerjee
Guitar chords with lyrics
- Difficulty: Beginner 👶
Key: C ♫ Intro: e|---------------0-----|---------------0-----| B|------1------1---1---|------1------1---1---| G|----0------0-------0-|----0------0-------0-| D|---------3-----------|---------3-----------| A|-3-------------------|-3-------------------| E|---------------------|---------------------| ♫ Chorus: C C G C দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে? C G বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম? Em Am F জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, D G C G মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনু কে চায়? C G C দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে? C G C দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে? C G বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম? Em Am F জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, D G C G মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনু কে চায়? C G C দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে?
♫ Verse 1: C G C ঝরাপাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যারে C G এখানে বড়ই ফিকে সব তুই যা, যা যা C G তাই সে যায় ছুটে বেড়ায় ধুসর প্রান্তরে C G C মেঘের গায় হাত বুলায় রংধনু কে চায়? C G C দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে? ♫ Verse 2: C G C আনমনা মেঘ দূরে যায় কেন কে জানে C G কিছুতেই তার কাছে ধরা দেয় না, না না C G তবুও তার, মেঘে ওড়ার, অন্তহীন টানে C G C ভীজে হাওয়ায় পাখিরা গায় রংধনু কে চায়? C G C দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে? ♫ Verse 3: C G C জানি একদিন মেঘের ঠিকানা সে, পাবে C G বলবে পাখিরা ওরে মেঘ তুই গা, গা গা C G তোর কাছেই আসবে গান তোর কাছেই যাবে C G C যারা হারায় রুপকথায় রংধনু কে চায়? ♫ Chorus: C G C দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে? C G বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম? Em Am F জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, D G C G মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনু কে চায়? C G C দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে?
Published:
Last updated:
Please rate for accuracy!
