Key: C 🎸 Intro: C Em F G x2 🎸 Verse : N.C. C দেখো দেখো রাঙানো যে লালে Em F G তোমার ওই গালে জমেছে কতো না রাগ C জানি মাফ করবে না, জানি জানি Em F G তুমি অভিমানী, তবু দাও না আমায় এক ভাগ C তুমি বলো, "দেবো না তোমায় Em F G "পড়েছে কি দায়, বলো জানো তুমি জানো কি " C Em আমি বলি, "যদি দূরে যাই, তোমায় ভুলে যাই" F G "বাসবে ভালো তখনও কি " C "তোমায় শোনাবো আমি গান" Em F G "শোনো পেতে কান, কোরো না অভিমান আর" C Em "জানি এ মনেরই ফুল আজ করে ভুল" F G "তবুও আমি শুধু তোমার"
🎸 Instrumental: C Em F G x2 🎸 Verse : N.C. C Em দেখো দেখো এসেছি তো কাছে, তোমারই পাশে F G তবু কেন এত অভিমান C Em ভেজা ভেজা চোখ, কেঁদে আঁকা মুখ F G তবু দাও না আমায় এক ভাগ C তুমি বলো, "দেবো না তোমায় Em F G "পড়েছে কি দায়, বলো জানো তুমি জানো কি " C Em আমি বলি, "যদি দূরে যাই, তোমায় ভুলে যাই" F G "বাসবে ভালো তখনও কি " C "তোমায় শোনাবো আমি গান" Em F G "শোনো পেতে কান, কোরো না অভিমান আর" C Em "জানি এ মনেরই ফুল আজ করে ভুল" F G "তবুও আমি শুধু তোমার"