
Chol Rastay Saji Tram Line chords by Shreya Ghoshal
Guitar chords with lyrics
- Difficulty: Intermediate 💪
Key: E 🎸 Intro: E চল রাস্তায় সাজি ট্রাম লাইন A আর কবিতায় শুয়ে কাপ্লেট C# আহা উত্তাপ কত সুন্দর A D তুই থার্মোমিটারে মাপলে D
🎸
Accuracy Rating: - Votes: -
হিয়া টুপটাপ জিয়া নস্টাল F# G মিঠে কুয়াশায় ভেজা আস্তিন B আমি ভুলে যাই কাকে চাইতাম E আর তুই কাকে ভালোবাসতিস E চল রাস্তায় সাজি ট্রাম লাইন। 🎸 Verse 1: E চল রাস্তায় সাজি ট্রাম লাইন A আর কবিতায় শুয়ে কাপ্লেট C# আহা উত্তাপ কত সুন্দর A D তুই থার্মোমিটারে মাপলে D হিয়া টুপটাপ জিয়া নস্টাল F# G মিঠে কুয়াশায় ভেজা আস্তিন B আমি ভুলে যাই কাকে চাইতাম E আর তুই কাকে ভালোবাসতিস E চল রাস্তায় সাজি ট্রাম লাইন। 🎸 Verse 2: E প্রিয় বন্ধুর পাড়া নিঝুম G# A চেনা চাঁদ চলে যায় রিকশায় E প্রিয় বন্ধুর পাড়া নিঝুম G# A চেনা চাঁদ চলে যায় রিকশায় A মুখে যা খুশি বলুক রাত্তির G# শুধূ চোখ থেকে চোখে দিক সায় A পায়ে ঘুম যায় একা ফুটপাথ F# G ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক A পায়ে ঘুম যায় একা ফুটপাথ F# G ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক B আমি ভুলে যাই কাকে চাইতাম E আর তুই কাকে ভালোবাসতিস। E চল রাস্তায় সাজি ট্রাম লাইন। 🎸 Verse 3: E পোষা বালিশের নিচে পথঘাট G# A যারা সস্তায় ঘুম কিনতো E পোষা বালিশের নিচে পথঘাট G# A যারা সস্তায় ঘুম কিনতো A তারা কবে ছেড়ে গেছে বন্দর G# আমি পাল্টে নিয়েছি রিংটোন A তবু বারবার তোকে ডাক দিই F# G একি উপহার নাকি শাস্তি A তবু বারবার তোকে ডাক দিই F# G একি উপহার নাকি শাস্তি B আমি ভুলে যাই কাকে চাইতাম E আর তুই কাকে ভালোবাসতিস 🎸 Outro: E চল রাস্তায় সাজি ট্রাম লাইন A আর কবিতায় শুয়ে কাপ্লেট C# আহা উত্তাপ কত সুন্দর A D তুই থার্মোমিটারে মাপলে D হিয়া টুপটাপ জিয়া নস্টাল F# G মিঠে কুয়াশায় ভেজা আস্তিন B আমি ভুলে যাই কাকে চাইতাম E আর তুই কাকে ভালোবাসতিস E চল রাস্তায় সাজি ট্রাম লাইন।
Published:
Last updated:
Your last visited songs
- Avery Lynch Back Forth - chords
- Julien Baker Happy To Be Here - tabs
- Calum Scott Lighthouse - chords
- GloRilla Whatchu Kno About Me - chords
- Jordana Bryant Penniless And Broke - chords
- Olivia O'Brien Glimpse Of Me - chords
- Debbie Reynolds Singing In The Rain - chords
- Shreya Ghoshal Chol Rastay Saji Tram Line - chords
- Snoh Aalegra You Keep Me Waiting - chords
- Snoh Aalegra Nothing Burns Like The Cold Ukulele - chords