Key: Am Verse: Am সবাই হারিয়ে যায় Dm C আকাশের তারার মেলায়, Dm G E তবু খুঁজে ফিরি তোমায়। Am Dm G C আজও তারাজ্বলা আকাশে জেগে থাকে, Dm G E মমতায় দু’চোখ জ্বেলে দেখছে আমায়। Pre-Chorus: F C G Dm হয়তো, ওই জ্বলে থাকা তারা আমার মা F C Am Dm G আর ওই, স্নেহভরা আলো মায়ের ঠিকানা।
Chorus: Am এলোমেলো চুল যত্ন নিয়ে সরিয়ে Dm চুমু দিয়ে খুব চেপে বুকে জড়িয়ে, G E7 আঙুলে আঙুল ধরে রেখে জানাতে বিদায়। আকাশে জ্বলে থেকে, Am চেয়ে দেখো খুব বড় হয়ে গেছি আমি Dm উঁচু উঁচু ফ্ল্যাট, আকাশে তাকিয়ে থামি, G E তবু কতদিন স্পর্শে পাইনা তোমায়। Verse 2: Am জ্বলে জ্বলে তাই, আলো জ্বেলে যাও Dm তুমি ভালো থেকো, G ভুলে ভরা এই উঁচু দালানে E তোমার স্নেহ রেখো। Am সাদাকালো এই নিয়ন আলো Dm জ্বলছে কখন থেকে, G থেমে যাবে সব, বোকা কলরব E তারাজ্বলা এ রাতে। Pre-Chorus: F C G Dm হয়তো, ওই জ্বলে থাকা তারা আমার মা F C Am Dm G আর ওই, স্নেহভরা আলো মায়ের ঠিকানা। Chorus: Am এলোমেলো চুল যত্ন নিয়ে সরিয়ে Dm চুমু দিয়ে খুব চেপে বুকে জড়িয়ে, G E7 আঙুলে আঙুল ধরে রেখে জানাতে বিদায়। আকাশে জ্বলে থেকে, Am চেয়ে দেখো খুব বড় হয়ে গেছি আমি Dm উঁচু উঁচু ফ্ল্যাট, আকাশে তাকিয়ে থামি, G E তবু কতদিন স্পর্শে পাইনা তোমায়।
Published:
Last updated: