Key: D Instrumental: D G D G D G D G D Verse 1: D G এটা কল্পনা চাকমার গান D এটা কল্পনা চাকমার গান D G A আমরা বাঙালিরা তো শুনিনি নামটাও তার G D G এই নামে ছিলো বুঝি কেউ D A D জিজ্ঞেস করো যদি কথা বলে উঠবে পাহাড় D A D জিজ্ঞেস করো যদি কথা বলে উঠবে পাহাড় D
আমাদের শহরের মন G আজও কি জানতে চায় A D পাহাড়ের কেমন জীবন G পাহাড়ের কণ্ঠস্বর D A D কল্পনা চাকমার আর কোনো পেলে কি খবর D A D কল্পনা চাকমার আর কোনো পেলে কি খবর Instrumental: D G A D Verse 2: D বুঝতো সে পাহাড়ের ব্যাথা G A বলতো সে পাহাড়ের অধিকার সমতার কথা G ক্ষমতাকে পেত না সে ভয় D A D সত্যের ক্ষমতাকে করে নিয়েছিল পরিচয় D A D সত্যের ক্ষমতাকে করে নিয়েছিল পরিচয় D A# D গর্জে উঠতো বারেবারে D A# D গর্জে উঠতো বারেবারে D গর্জে উঠতো বারেবারে D G A D ক্ষমতারা একদিন স্রেফ তুলে নিয়ে গেল তারে G তার চেয়ে বড় যেই শোক D A D তার শোকে কাঁদলো না ভালো করে বাঙালির চোখ D A D তার শোকে কাঁদলো না সমতলে বাঙালির চোখ Instrumental: D G A D Verse 3: D বলো তো কি হলো তার পরে G A কল্পনা চাকমা তো আর ফিরে এলো না ঘরে G ফিরলো না জীবিত বা মৃত D A D কল্পনা চাকমার সাথে তবু হও পরিচিত D A D কল্পনা চাকমার সাথে তবু হও পরিচিত D A# D কৃতজ্ঞ হও তার কাছে D A# D কৃতজ্ঞ হও তার কাছে D কৃতজ্ঞ হও তার কাছে D G A D সে জানান দিয়ে গেল পাহাড়ে মানুষও কিছু আছে G এটা কল্পনা চাকমার গান D A D তার প্রতিবাদে আজ শামিল করেছি এই প্রাণ D A D তার প্রতিবাদে আজ শামিল করেছি এই প্রাণ Instrumental: D G A D Verse 4: D এটা কল্পনা চাকমার গান G A আমি তো যাবো না ভুলে কোনোদিন তার অপমান G তার কাছে অপরাধী আজ D A D বিচার বিকারহীন রাষ্ট্র এবং এ সমাজ D A D বিচার বিকারহীন রাষ্ট্র এবং এ সমাজ D A# D বিচার মেলেনি আজও তার D A# D বিচার মেলেনি আজও তার D বিচার মেলেনি আজও তার D G A D পাহাড়ের মানুষের বড় নড়বড়ে অধিকার G তবু মনে রেখো তার সংগ্রাম D A D কখনো যেও না ভুলে কল্পনা চাকমার গান D A D পৃথিবী যেও না ভুলে কল্পনা চাকমার নাম D A D আমি তো যাবোনা ভুলে কল্পনা চাকমার নাম
Published:
Last updated: