Tuning: Standard (E A D G B E) Am C কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে, F G ফুলে বাইলা ভোমরা Am Em F Am ময়ুর বেশেতে সাজুইন রাধিকা। X2 Am C সোয়া চন্দন ফুলের মালা, F G সখিগণে লইয়া আইলা Am Em কৃষ্ণ দিলায় রাধার গলে, F G বাসর হইল উজালা F G বাসর হইল উজালা গো, F G বাসর হইলো উজালা।
Am Em F Am ময়ুর বেশেতে সাজুইন রাধিকা। X2 Am C কৃষ্ণ দিলায় রাধার গলে, F G রাধায় দিলা কৃষ্ণর গলে Am Em আনন্দে সখীগণ নাচে F G দেখিয়া প্রেমের খেলা F G দেখিয়া প্রেমের খেলা গো F G দেখিয়া প্রেমের খেলা। Am Em F Am ময়ুর বেশেতে সাজুইন রাধিকা। X2 Am C কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা, F G নাচে গায় খেলে তারা Am Em কুল ও মানের ভয় রাখে না, F G ললিত ও আর বিশখা F G ললিত ও আর বিশখা গো F G ললিত ও আর বিশখা। Am Em F Am ময়ুর বেশেতে সাজুইন রাধিকা। X2
Published:
Last updated: