prelude: G Em D C G D7 Verse: G Em আসবে যবে ঘরের মাঝে Am D মেঘলা হয়ে এসো, G Em শ্রান্ত চিবুক অন্তরালে Am D বিষন্নতায় ভেসো। G C না হয় একটু প্রাণে বিহানগানে F D আবেশ হয়ে মেশো, Am G তুমি এমনি এমনি এসো Am G তুমি এমনি এমনি এসো।
Interlude 1: G Em D Am G Em C D7 Verse 1: G Em তুমি আমার কাজল কালো Am D মেঘের ফাঁকে শশী, G Em যাওয়া আসার পথের ধারে Am D নিখাদ গড়িমসি। G C যদি ঘুম ভালো হয় আমার সুরে F D গুঞ্জরণে ভেসো, Am G তুমি এমনি এমনি এসো Am G তুমি এমনি এমনি এসো। Interlude 2: G G D D G G D D7 G G Verse 2: G Em তুমি আমার আঁচল মেঘে Am D সুবাস পরবাসী, G Em দূরের হাওয়া ভুলিয়ে ভাসি Am D স্পর্শে পাশাপাশি। G C যদি জড়াও বুকে যত্নে আপন F D বলবো ভালোবেসো, Am G তুমি এমনি এমনি এসো Am G তুমি এমনি এমনি এসো। Verse: G Em আসবে যবে ঘরের মাঝে Am D মেঘলা হয়ে এসো, G Em শ্রান্ত চিবুক অন্তরালে Am D বিষন্নতায় ভেসো। G C না হয় একটু প্রাণে বিহানগানে F D আবেশ হয়ে মেশো, Am G তুমি এমনি এমনি এসো Am G তুমি এমনি এমনি এসো।
Published:
Last updated: