Key: D Chorus: C Am সোহাগে আদরে বাঁধা পড়ে আমি F G C ভালোবেসে যাই C Am স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি F G C ভালোবেসে যাই। Dm ভ্রমণের শেষে F G C ফিরে এসো তুমি আগের মতো Dm F G C কেউ বসে আছে তোমার অপেক্ষায়। C Am আধখানা ভোরে আলোরেখা হয়ে F G C ভালোবেসে যাই।।
Verse 1: C Am কোলাহলে মাথা তুলে হাঁটি F G C কানে লেগে থাকে তোমার গলার স্বর C Am মলায়েম রুমাল রোদে পরিপাটি F G C আমার প্রেমে লুকিয়ে ঈশ্বর। Pre Chorus: Dm তোমার জানলায় F G C কেউ তারা গোনে তোমার অপেক্ষায় Chorus: C শিশিরের রাতে Am F G C ঢাকা টেনে দিয়ে ভালোবেসে যাই।। Verse 2: C Am হাওয়া তাকে এনে দিলো ডালপালা F G C আবছা হয়ে আসছে অহংকার C Am ভালো লাগে পুতুল পুতুল এই খেলা F G C এর নাম কেউ রেখেছে সংসার Dm তাই বারান্দায় F G C কেউ পথ চেয়ে তোমার অপেক্ষায়। Chorus: C Am সোহাগে আদরে বাঁধা পড়ে আমি F G C ভালোবেসে যাই C Am স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি F G C ভালোবেসে যাই। Dm ভ্রমণের শেষে F G C ফিরে এসো তুমি আগের মতো Dm F G C কেউ বসে আছে তোমার অপেক্ষায়। C Am আধখানা ভোরে আলোরেখা হয়ে F G C ভালোবেসে যাই।।
Published:
Last updated: