
Ami Khujechi Tomay Mago আমি খুঁজেছি তোমায় মা গো chords by Rashed
Guitar chords with lyrics
- Difficulty: Beginner 👶
Key: Bm Verse 1: Em B7 ঐ আকাশের তারায় তারায়, চাঁদের জোছনায় Em B7 ঝিরি ঝিরি কাপন তোলা উদাসী হাওয়ায় Em B7 আমার হৃদয় জুড়ে আছ স্মৃতির পাতায় পাতায় Em B7 স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায় Am G আমি খুঁজেছি তোমায় মা গো, আমি খুঁজেছি তোমায় Am Em আমি খুঁজেছি তোমায় মা গো, আমি খুঁজেছি তোমায়
🎸
Accuracy Rating: - Votes: -
Verse 2: Em Bm কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মা গোও Em Bm সেই স্বপ্ন গুলো থমকে আছে তুমি এসে দেখো Em Bm কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মা গোও Em Bm সেই স্বপ্ন গুলো থমকে আছে তুমি এসে দেখো Am B তোমার ছেলের কাটছে সময় এমন অসহায় Am G আমি খুঁজেছি তোমায় মা গো, আমি খুঁজেছি তোমায় Am Em আমি খুঁজেছি তোমায় মা গো, আমি খুঁজেছি তোমায় Verse 3: Em Bm আজ ইচ্ছে করে তোমার কোলে একটু মাথা রাখি Em Bm এই হৃদয় খানি উজাড় করে মা বলে ডাকি Em Bm আজ ইচ্ছে করে তোমার কোলে একটু মাথা রাখি Em Bm এই হৃদয় খানি উজাড় করে মা বলে ডাকি Am B কেমন করে নিরব থাক কোন সে মমতায় Am G আমি খুঁজেছি তোমায় মা গো, আমি খুঁজেছি তোমায় Am Em আমি খুঁজেছি তোমায় মা গো, আমি খুঁজেছি তোমায় Outro: Em B7 ঐ আকাশের তারায় তারায়, চাঁদের জোছনায় Em B7 ঝিরি ঝিরি কাপন তোলা উদাসী হাওয়ায় Em B7 আমার হৃদয় জুড়ে আছ স্মৃতির পাতায় পাতায় Em B7 স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায় Am G আমি খুঁজেছি তোমায় মা গো, আমি খুঁজেছি তোমায় Am Em আমি খুঁজেছি তোমায় মা গো, আমি খুঁজেছি তোমায়
Published:
Last updated:
Your last visited songs
- Jonas Alaska If Only As A Ghost - chords
- Leb I Sol Gipsy Song - tabs
- The Mars Volta Eunuch Provocateur - tabs
- Max Prosa Helden Und Diebe - chords
- Cartoons Music Spirit Stallion Of The Cimarron - Here I Am - chords
- Christopher Owens Brian Deneke - chords
- Rashed Ami Khujechi Tomay Mago আমি খুঁজেছি তোমায় মা গো - chords
- Talk Talk April 5th - chords
- Umphreys Mcgee The Floor - tabs
- Zacko Ab Not Too Late - chords