Madhur Basanta Eseche chords by Rabindra Sangeet
Guitar chords with lyrics
- Difficulty: Intermediate 💪
Key: E Note: * means strum once ♫ Chorus: E Bm E D মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে, Bm E Bm আমাদের মধুর মিলন ঘটাতে, E Bm মধুর বসন্ত এসেছে। F# Bm মধুর মলয়-সমীরে Bm E Bm মধুর মিলন রটাতে, Bm E Bm আমাদের মধুর মিলন ঘটাতে, E B Bm মধুর বসন্ত এসেছে।
♫ Verse 1:
F# Bm
কুহক লেখনী ছুটায়ে
F# Bm
কুসুম তুলিছে ফুটায়ে,
F# Bm
কুহক লেখনী ছুটায়ে
F# Bm
কুসুম তুলিছে ফুটায়ে,
E Bm
লিখিছে প্রণয়-কাহিনী
A Bm E
বিবিধ বরন-ছটা তে।
E Bm
মধুর বসন্ত এসেছে।
♫ Verse 2:
E Bm
হেরো পুরানো প্রাচীন ধরণী
E Bm
হয়েছে শ্যামল-বরনী,
A Bm
যেন যৌবন-প্রবাহ ছুটিছে
F# E Bm A
কালের শাসন টুটাতে
F# Bm
পুরানো বিরহ হানিছে,
F# Bm
নবীন মিলন আনিছে,
F# Bm
পুরানো বিরহ হানিছে,
F# Bm
নবীন মিলন আনিছে,
E Bm
নবীন বসন্ত আইল
F# Bm
নবীন জীবন ফুটাতে।
E Bm E D
মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে,
Bm E Bm
আমাদের মধুর মিলন ঘটাতে,
E Bm
মধুর বসন্ত এসেছে। Published:
Last updated:
Please rate for accuracy!
