Note: N.C. means no chords Verse 1: B C Cm B কোনো আড্ডা প্রথম দেখা যেই ভাবে হঠাৎ দেখা হয় B C Cm B হয়নি নাটুকে কোনো আলাপ হয়নি পরিপাটি পরিচয় B C B B B C B B B C Cm B কোনো আড্ডা প্রথম দেখা যেই ভাবে হঠাৎ দেখা হয় B C Cm B হয়নি নাটুকে কোনো আলাপ হয়নি পরিপাটি পরিচয়
Pre-Chorus: C B তবু সাদা কালো ইচ্ছের ফ্রেমে B Cm ওই মেয়ে তোর পড়লাম প্রেমে G7 তুই কথা ও সুর প্রচলিতো B C তোর প্রেমে পড়ি রোজ নিয়মিত G7 B7 যদি ইচ্ছে মাঝ রাতে আসে G7 B যাবো বন্ধুত্ব ছাড়িয়ে ওপাসে G7 B7 আর খাঁচা ভরে রাখা যত বলুন, C B সব ছেড়ে দেবো শহরের আকাশে Chorus: B Cm Bsus4 চাল মেয়ে, তোর সাথেই হাটতে যাবো B Cm B Bsus4 চাল মেয়ে, তোর সাথেই এক-কাপ কফি খাব B Cm Bsus4 চাল মেয়ে, তোর সাথেই হাটতে যাবো Gm C B চাল মেয়ে, তোর সাথেই এক-কাপ কফি খাব Verse 2: C কাঁধ ভোর এক বোঝা ঘুমে Cm শরীর প্রেম পাই উষ্ণ নিয়মে B ঘুমের আবেশে প্রেমে ডুকি B C তোর ক্যানভাসে কাটি আকি বুকি C বোবা ক্যানভাসার উষ্ণ আছড়ে Bm কেনো তোরই ছবি আঁকি বাড়ে বাড়ে Gm তুই জন্ম দেয়ে হাসি শীতঃ B C তোর প্রেমে পড়ি রোজ নিয়মিত Pre-Chorus: G7 B যদি ইচ্ছে চুপি চুপি আসে G7 B প্রেমের লেন্স এর অলস প্রকাশ্যে G7 B তোকে ঠিকই খুঁজে নেবো অবকাশে C B তোর কাঁধে মাথা রেখে অনায়াসে Chorus: B Cm Bsus4 চাল মেয়ে, তোর সাথেই হাটতে যাবো B Cm B Bsus4 চাল মেয়ে, তোর সাথেই এক-কাপ কফি খাব B Cm Bsus4 চাল মেয়ে, তোর সাথেই হাটতে যাবো Gm C B চাল মেয়ে, তোর সাথেই এক-কাপ কফি, খাব N.C. umm hmm
Published:
Last updated: