F# অনেক করে পাবো,,, C# তোমার অনেক বেশি হবো, D#m C# B C# হাতটা ধরে, পথটা ভুলে মনের কথা কবো|| F# C# দিনভর মেঘে ঢাকা B C# F# C# নেমে এলো যে সন্ধ্যা, শিশির ভেজা মাঠে B C# খালি পায়ে চেপে ঘাস টা F# C# খোঁজে ফিরে ক্লান্ত B C# F# দিনের পড়ন্ত সূর্য||
F# C# B C# নীরব নিস্তব্ধ ম্লান চাঁদের আলোয় B C# F# অস্তিত্ব পেয়ে কাঁপায়, F# C# B C# B C# F# কুয়াশায় ঘেরা শীতের রাতে তারা'র খেলায়, ডুবে যায় তোমার ভাবনাই, F# C# বৃষ্টি হয়ে ঝরে যাই B C# F# আকাশের বুকে জমা মেঘ। F# C# বৃষ্টি ভেজা রাতে আমি তোমায় নিয়ে হারাবো F# C# যতগুলো কথা হয়নি বলা তোমাকেই বলে দেবো F# C# স্বপ্নিল এই পৃথিবীকে আজ তোমার রঙে রাঙাবো F# C# F# C# অনেক দূরের আকাশপথে তোমায় নিয়ে হারাবো।
Published:
Last updated: