Sob Guliye Jay chords by Nilanjan Ghosal
Guitar chords with lyrics
- Difficulty: Beginner 👶
Key: G Verse 1: G প্রায় ফুরিয়ে আসা রাত G বাড়িয়ে দিলে হাত, D পাগল পাগল অবস্থা আমার। G ডাকলে আমায় যেই G ওমনি সাড়া নেই, D G ভীষণ ভয়ে ঠোঁট নড়ে না আর।
Verse 2:
G
প্রায় ফুরিয়ে আসা রাত
G
তুমি বাড়িয়ে দিলে হাত,
D G
কেমন পাগল পাগল অবস্থা আমার।
G
তুমি ডাকলে আমায় যেই
G
আর ওমনি সাড়া নেই,
D G
ভীষণ ভয়ে ঠোঁট নড়ে না আর।
Chorus 1:
C
হয়তো কোনোদিন আমি
D G
বলবো তোমায় সত্যি,
C
শুকনো জীবনে তুমি
D G
ম্যাজিক এক রত্তি।
C
হয়তো কোনোদিন আমি
D G
বলবো তোমায় সত্যি,
C
এই টুকরো জীবনে তুমি
D G
ম্যাজিক এক রত্তি।
Pre-chorus:
Am C D
তবু বলতে গেলেই অতলে হারায় ..
G
আমি মনের কথা বলবো কী উপায়
G7
কেন তোমায় দেখেই সব গুলিয়ে যায়?
G
আমি মনের কথা বলবো কী উপায়
G7
কেন তোমায় দেখেই সব গুলিয়ে যায়?
Verse 3:
G
নরম মনে চোট
D
আলগা ছুঁলে ঠোঁট
G
ঘুমের মাঝেও চমকে উঠি প্রায়।
G
আদুরে ডাকনাম
D
আমি তোমায় পাঠালাম,
G
ডাকতে গিয়েও দাঁড়িয়ে আছি ঠাঁয়।
Verse 4:
G
নরম মনে চোট
D
আলগা ছুঁলে ঠোঁট
G
ঘুমের মাঝেও চমকে উঠি প্রায়।
G
আদুরে ডাকনাম
D
আমি তোমায় পাঠালাম,
G
ডাকতে গিয়েও দাঁড়িয়ে আছি ঠাঁয়।
Chorus 2:
C
হুম হুম হুম হয়তো কোনোদিন আমি
Bm B
বলবো তোমায় সত্যি,
C
শুকনো জীবনে তুমি
Bm G
ম্যাজিক এক রত্তি।
C
হয়তো কোনোদিন আমি
Bm G
বলবো তোমায় সত্যি,
C
এই টুকরো জীবনে তুমি
B G
ম্যাজিক এক রত্তি।
Outro:
A C D
তবু বলতে গেলেই অতলে হারায় ..
G
আমি মনের কথা বলবো কী উপায়
G7
কেন তোমায় দেখেই সব গুলিয়ে যায়?
G
আমি মনের কথা বলবো কী উপায়
G7
কেন তোমায় দেখেই সব গুলিয়ে যায়?
G
আমি মনের কথা বলবো তোমায়
G7
কেন তোমায় দেখেই মন গুলিয়ে যায়?
G
তোমার মনের উপায় কোথায়?
G7
কেন আমার মনের ..
C G
সব গুলিয়ে যায়। Published:
Please rate for accuracy!
