Verse: Bm তুমি যদি চাও সূর্যকে নিয়ে, A যাবো তোমাদের বাড়ি, তুমি যদি চাও অক্সিজেনের, Bm সাথে করে দিব আড়ি। Bm যদি তোমার দু’চোখ রাত্রি খোঁজে A পৃথিবীকে দেব মুড়ে, তুমি চাইলেই বোবা পৃথিবীটা Bm ভরে দেব সুরে সুরে। Bm A Bm A Bm A তুমি কে, তুমি কে, তুমি কে ও Bm A Bm তুমি কে ? Bm F# তুমি চাইলেই চিৎকার করে বলব তোমার নাম Bm A Bm A Bm A তুমি কে, তুমি কে, তুমি কে ও Bm A তুমি কে ?
Bm তুমি চাইলেই আমি পরাবোই যেন F# বাঘের গলায় মালা, তুমি চাইলেই কোন মন্ত্রীকে আমি Bm সোজা বলে দেব শালা। Bm এই আমার বুকেতে অনেক আগুন F# গোটা দেশ যাবে জ্বলে, তবু পারছিনা জ্বলে উঠতে Bm শুধু তুমি বলছোনা বলে, Bm A G তুমি সুন্দর, তুমি সুন্দর Bm কি দারুন তোমার হাসি! Bm A G ঐ হাসির জন্য সহস্রবার F# যেতে রাজি আমি ফাঁসি। Bm F# কোলকাতাটাকে কিনে এনে দেব দিয়ে সাত টাকা দাম। Bm A Bm A Bm A তুমি কে, তুমি কে, তুমি কে ও Bm A তুমি কে ? Bm তুমি চাইলেই ফিদা হুসেনকে দিয়ে F# আঁকাব তোমার ছবি, তোমাকেই নিয়ে লিখবে কবিতা Bm সাড়ে দশ হাজার কবি। Bm তুমি চাইলেই স্কুল সিলেবাসে F# আমি তোমার জীবনী ছাপাব তুমি চাইলেই ছয় ইঞ্চি স্কেলে Bm হিমালয়টাকে মাপাব, Bm A G তুমি চাইলেই দেবনা তো ভোট Bm লোক অথবা বিধান সভায়, Bm A G তুমি চাইলেই আমি চিরে দেব Bm বুক প্রকাশ্য জনসভায়, F# তুমি চাইলেই খেয়ে নেব সায়ানাইড ৫০০ গ্রাম Bm A Bm A Bm A তুমি কে, তুমি কে, তুমি কে ও Bm A তুমি কে? Bm A Bm A Bm A তুমি কে, তুমি কে, তুমি কে, Bm A তুমি কে ? Bm A Bm A Bm A তুমি কে, তুমি কে, তুমি কে, Bm A তুমি কে ?
Published:
Last updated: