Pagla Jogai chords by Nachiketa Chakraborty
Guitar chords with lyrics
Tuning: Standard (E A D G B E)
Prelude:
C F C F
Verse 1:
C F
নিশিকালো রাত আর পিচ কালো রাস্তাকে
C D Em
চিড়ে দিয়ে ছুটে চলে ট্রাক
C F
কোণ চোখো ড্রাইভার চলে চাকা পরিবার
Em C
ফেলে আসা পথ হতবাক
C B
সস্তার মদ খেয়ে, ট্রাকের ছাদেতে শুয়ে
D Em F G
তারা গোনে ভবঘুরে, হেল্পার পাগলা জগাই
C G C
রাত বলে যাই যাই, ডাক দিয়ে যাই
Interlude:
Bm C G F Em C Am
Verse 2:
C Am C
ভূতুরে গাছের ছায়া, ফেলে আসা মোহমায়া
C Dm
ঝাঁক বাধে জগাইয়ের চোখে
C Am C
জগাই তবুও হাসে, নেশা করে অবকাশে
C Dm
তারা গোনে আনন্দে শোকে
C Bm
হয়ত মনের কোনে, জীবনের সুদ গোনে
D Em F G
বেহিসাবী জীবনের, হাতে গোনা টাকা আনা পাই
C G C
রাত বলে যাই যাই, ডাক দিয়ে যাই
Verse 3:
C Am C
ফেলা আসা তার গ্রাম, আরো কত শত নাম
C Dm
ধূসর পথের ধূলো মেখে
C Am Am C
তবে কি সেখানে কেউ, পথ চেয়ে বসে আজো
C Dm
আখি জলে আলপনা এঁকে
C Bm
জগাই নির্বিকার, আকাশটা চোখে তার
D Em F G
পিছু ফিরে দেখা বা ভাবনার নেইকো বালাই
C G C
রাত বলে যাই যাই, ডাক দিয়ে যাই
Verse 4:
C Am C
কখনো হিংসে হয়, অবকাশে অসময়
C Dm
আমি কি জগাই হতে পারি
C Am Am C
আমিও তো তারা গুনি, আকাশকে কাছে টানি
C Dm
আমিও কি দিতে পারি পাড়ি?
C Bm
আসলে তো আমি লোভী, মন ধনে থাকা কবি
D Em F G
পারব না হতে আমি, হেল্পার মুক্ত জগাই
C G C
রাত বলে যাই যাই, ডাক দিয়ে যাই Last updated:
Please rate for accuracy!
