Chor chords by Nachiketa Chakraborty
Guitar chords with lyrics
- Difficulty: Intermediate 💪
Cm
ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে
Ab
চুরি করে নিয়ে যায় বিকেলের সোনা রোদ
Cm
ছোটো ছোটো শিশুদের শৈশব চুরি করে
Ab
গ্রন্থকীটের দল বানায় নির্বোধ
Cm
এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস
G
অথবা গৃহিণীদের সোনার নেকলেস
Cm
এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস
G
অথবা গৃহিণীদের সোনার নেকলেস
Ab
সকলে সমস্বরে একরাশ ঘৃণা ভরে
চিৎকার করে বলে চোর চোর চোর চোর চোর x2
Cm Ab
প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা
G Ab
আমাদের স্বপ্ন আমাদের চেতনা
Cm Ab
প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা
G Ab
আমাদের স্বপ্ন আমাদের চেতনা
F
কিছুটা মূল্য পেয়ে ভাবি বুঝি শোধবোধ
Abm
ন্যায়নীতি ত্যাগ করে মানুষ আপস করে
Cm
চুরি গেছে আমাদের সব প্রতিরোধ
Cm
এরপর কোনো রাতে চাকরটা অজ্ঞাতে
G
সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতেনাতে
Cm
এরপর কোনো রাতে চাকরটা অজ্ঞাতে
G
সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতেনাতে
Ab
সকলে সমস্বরে একরাশ ঘৃণা ভরে
চিৎকার করে বলে চোর চোর চোর চোর চোর
Cm Ab
প্রতিদিন চুরি যায় দিন বদলের আশা
Ab
প্রতিদিন চুরি যায় আমাদের ভালোবাসা
Cm Ab
প্রতিদিন চুরি যায় দিন বদলের আশা
Ab
প্রতিদিন চুরি যায় আমাদের ভালোবাসা
F
জীবনীশক্তি চুরি গিয়ে আসে নিরাশা
Abm
সংঘাত প্রতিঘাত দেয়ালে দেয়ালে আঁকা
Cm
তবু চুরি যায় প্রতিবাদের ভাষা
Cm
কখনো বাজারে গেলে দোকানী কিশোর ছেলে
G
কাঁপা কাঁপা হাত নিয়ে ওজনেতে কম দিলে
Cm
কখনো বাজারে গেলে দোকানী কিশোর ছেলে
G
কাঁপা কাঁপা হাত নিয়ে ওজনেতে কম দিলে
Ab
সকলে সমস্বরে, একরাশ ঘৃণা ভরে
চিৎকার করে বলে চোর চোর চোর চোর চোর Published:
Last updated:
Please rate for accuracy!
