Tuning: Standard (E A D G B E) Intro: Am E Am E Verse 1: Am E আমি আর এক মাকড়সা এই ঘরে থাকি Am E দু'জনে মিলে স্বপ্নের জাল বুনে যাই Am E দেহের গুহায় ওড়ে মায়ার পাখি Am E চোখের দেয়ালে কাঁপে খাঁচার ছায়া F Dm সারারাত শিয়রে জ্বলে মোমের আগুন G C E Am গলে গলে জড়ো হই আবার পোড়ার আশায় F Dm স্বপ্নের আকাশে ওড়ে জাতিস্মর শকুন G C E Am মায়ার পৃথিবীর তন্তু ছেড়ে হৃদয়ের আভায়
Chorus: Dm G C E Am পৃথিবী ছুটে চলে ভীষণ ভুল পথে Dm G C E Am ফিরতে বললেও জানি ফিরবে না সে Dm G C E Am আকাশের পরিত্রাণ সে তো নীলের নির্জনে Dm G E কালোছড়ি হাতে অন্ধরা হাঁটে মহাকালের চোরাপথে Am E Am E Verse 2: Am E চোখের উপর সূর্যের আলো যেন বর্শার ফলক Am E আঁধারেই থাকি দেখে দেখে তারার পতন Am E গুহার দেয়ালে কাঁদে রূপের নোলক Am E প্রতারক আয়না তাকে করে না আপন F Dm কেউ আসে না কাউকে নিমন্ত্রণ করিনি G C E Am গভীর রাতে আসে শুধু কোন পুরাণকালের মানবী F Dm নির্জনতা করে না প্রতারণা যা করেছ তোমরা G C E Am আঁধারে আলোর জাল বোনে চাঁদ গভীরে খুব একাকী Chorus: Dm G C E Am পৃথিবী ছুটে চলে ভীষণ ভুল পথে Dm G C E Am ফিরতে বললেও জানি ফিরবে না সে Dm G C E Am আকাশের পরিত্রাণ সে তো নীলের নির্জনে Dm G E কালোছড়ি হাতে অন্ধরা হাঁটে মহাকালের চোরাপথে Am E Am E Verse: Am E আমি আর এক মাকড়সা এই ঘরে থাকি Am E দু'জনে মিলে স্বপ্নের জাল বুনে যাই.....
Published:
Last updated: