Key: D ♫ Verse 1: D Bm কিছু বালিশ ভিজে নিজে নিজে D A কিছু-নালিশ ছিল বাকি, D Bm কিছু সালিশ যদি হতো কি যে হতো D A এই ভেবে চেপে রাখি, G Em কিছু পুরোনো মন, অভিমানী উঠোন D Bm A আর কুড়োনো খড়-কুটো আন, G Em কিছু ইচ্ছেরা, ফিরে যাচ্ছে যা D থাক মন খারাপের গান।
♫ Instrumental: D Bm G A ♫ Verse 2: D D হাতের ছাপ ছিল, মিঠে প্রলাপ ছিল G নদীতে ঝাঁপ, D Bm হাতের ছাপ ছিল, মিঠে প্রলাপ ছিল D A নদীতে ঝাঁপ দিলো অকারণে, G জল অথৈ, আমি রাখবো কৈ? G A কিসে মাপবো সই তোর চোখের টান। ♫ Chorus: D A খাঁচাও হবে টলমলো, তুমি যা চাও খুলে বলো, D A খাঁচাও হবে টলমলো, তুমি যা চাও খুলে বলো, Em A রাখা আদরে নাম, ঢাকা চাদরে ঘাম আর D মন খারাপের গান। Em A রাখা আদরে নাম, ঢাকা চাদরে ঘাম আর D মন খারাপের গান। ♫ Verse 2: D A আবার ফিরে আসে যদি G D শ্বেতপাথরে আঁকা ছবি, D A আবার ফিরে আসে যদি G D শ্বেতপাথরে আঁকা ছবি, Em জানি হয়তো কেউ, ঘুরে আসবে ঢেউ, D A ফিরে যমুনা তীরে একা এ শাহাজান। ♫ Chorus: D A রোদের কাছে কেউ রেখে গেছে ওদের অ্যালবাম, D A রোদের কাছে কেউ রেখে গেছে ওদের অ্যালবাম, Em A ঘুরে যাচ্ছে বাঁক, কুরে খাচ্ছে খাক D এই মন খারাপের গান। Em A ঘুরে যাচ্ছে বাঁক, কুরে খাচ্ছে খাক D এই মন খারাপের গান।
Published:
Last updated: