Lawho Gouranger Naam Rey - Khawne Gorachand Khawne Kaalaa chords by Soundtracks 🎦
Guitar chords with lyrics
- Capo on 1st
- Difficulty: Intermediate 💪
Key: C Intro: G কম্পিত তনুদল C গুঞ্জিত বাদল G C পুঞ্জিত শ্যামল মালা।। G কম্পিত তনুদল C গুঞ্জিত বাদল G C পুঞ্জিত শ্যামল মালা।।
Chorus: F নওল কিশোর মম C কোমল ননীর সম F নওল কিশোর মম C কোমল ননীর সম G C ক্ষণে গোরা চাঁদ, ক্ষণে কালা। G C ক্ষণে গোরা চাঁদ, ক্ষণে কালা। G কম্পিত তনুদল C গুঞ্জিত বাদল G C পুঞ্জিত শ্যামল মালা।। F G F C Verse: C G C জনমিয়া দেখি নাহি হেন রূপ C G C জনমিয়া দেখি নাহি হেন রূপ F G C চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ। A# পরশিয়া মনোহর, চিত জনু থরোথরো F G C মধুকূপী হেরি যথা অবশ মধূপ। Bridge: A# পরশিয়া মনোহর, চিত জনু থরোথরো F G C মধুকূপী হেরি যথা অবশ মধূপ। Chorus: G C চুয়াচন্দন হার, কুল শয্যা বাহার G C চুয়াচন্দন হার, কুল শয্যা বাহার C G C প্রিয় বিনে কন্টক জ্বালা। F নওল কিশোর মম C কোমল ননীর সম F নওল কিশোর মম C কোমল ননীর সম G C ক্ষণে গোরা চাঁদ, ক্ষণে কালা। G C ক্ষণে গোরা চাঁদ, ক্ষণে কালা। Verse: C G C বিগলিত চিকুর, মৃদু হাসে মধুর, C G C বিগলিত চিকুর, মৃদু হাসে মধুর, F G C ঝংকৃত নূপুর, দেহে মোর A# লহু লহু চুমিত, বদন বিকশিত, F G C কিঙ্কীত কিঙ্কিনী, কানুরই ওর। A# লহু লহু চুমিত, বদন বিকশিত, F G C কিঙ্কীত কিঙ্কিনী, কানুরই ওর। Chorus: G কম্পিত তনুদল C গুঞ্জিত বাদল G C পুঞ্জিত শ্যামল মালা।। F নওল কিশোর মম C কোমল ননীর সম F নওল কিশোর মম C কোমল ননীর সম G C ক্ষণে গোরা চাঁদ, ক্ষণে কালা G C ক্ষণে গোরা চাঁদ, ক্ষণে কালা Outro: G কম্পিত তনুদল C গুঞ্জিত বাদল G C পুঞ্জিত শ্যামল মালা।। G C ক্ষণে গোরা চাঁদ, ক্ষণে কালা F G C ক্ষণে গোরা চাঁদ, ক্ষণে কালা F G C ক্ষণে গোরা চাঁদ, ক্ষণে কালা
Published:
Last updated:
Please rate for accuracy!
