Dm মন চাই শুধু সেই কথা বলতে Dm মন চাই শুধু একসাথে চলতে Dm Gm মন চাই শুধু সারাদিন দেখতে তোমাকে Dm আজ মন চাই কাছাকাছি এসে Dm শুধু তুমি আমি পাশাপাশি বসে Dm Gm আজ মন চাই বলি হেসে হেসে তোমাকে F Am এ মনের যত আশা স্বপ্ন আর ভালোবাসা F Am বলতে চাই তোমায় ডেকে কেন আজ কাছে আসা Bb C Bb Dm ভালোবাসি, ভালোবাসি শুধু তোমাকে
Dm I Love You Love U My Love C I Love You Love U My Love Bb Am I LV U, LV U, LV U, LV U, I Love You x2: Dm মন চাই শুধু সেই কথা বলতে Dm মন চাই শুধু একসাথে চলতে Dm Gm মন চাই শুধু সারাদিন দেখতে তোমাকে Dm F ও জানিনা আমি জানো কি তুমি Dm Gm মনেরই অজান্তে কখন যে একান্তে Am Dm তোমার কাছে এসেছি Dm F সে কি বলা যায় কবে কোথায় Dm Gm Am ভালো লাগার শুরু বুকে দুরু দুরু তখন ভালোবেসেছি Dm Am এ যেন সেই আকাশ জুড়ে তারা গোনার বৃথা খেলা Dm Dm মনে পড়ে, আমায় ডেকে প্রথম সে তোমার বলা Dm I Love You Love U My Love C I Love You Love U My Love Bb Am I LV U, LV U, LV U, LV U, I Love You x2: Dm হে মন চাই শুধু সেই কথা বলতে Dm মন চাই শুধু একসাথে চলতে Dm Gm মন চাই শুধু সারাদিন দেখতে তোমাকে Dm F ভালো লাগেনা, কেন জানিনা Dm Gm তোমাকে হারালে চোখেরই আড়ালে Am Dm মনে জাগে দুরাশা Dm F মনের মাঝে, পাবেই খুঁজে Dm Gm যখনই আমাকে হারাবে দুচোখে Am Dm আমি সেই ভালোবাসা Dm Am তোমায় পেয়ে যায় না বোঝা কখন ফুরায় এ দিনটা Dm Dm এমন জাদু করেছে মন ভালোবাসার কথাটা Dm I Love You Love U My Love C I Love You Love U My Love Bb Am I LV U, LV U, LV U, LV U, I Love You x2: Dm হে মন চাই শুধু সেই কথা বলতে Dm মন চাই শুধু একসাথে চলতে Dm Gm মন চাই শুধু সারাদিন দেখতে তোমাকে Dm আজ মন চাই কাছাকাছি এসে Dm শুধু তুমি আমি পাশাপাশি বসে Dm Gm আজ মন চাই বলি হেসে হেসে তোমাকে F Am এ মনের যত আশা স্বপ্ন আর ভালোবাসা F Am বলতে চাই তোমায় ডেকে কেন আজ কাছে আসা Bb C Bb Dm ভালোবাসি, ভালোবাসি শুধু তোমাকে
Published:
Last updated: