Key: Em Chorus: Em আমার এটুক শুধু চাওয়া ভরা দীঘির জলে নাওয়া D Am Em বট অশ্বত্থ পাতায় ছাওয়া কৃপণ শেষ বসন্ত হাওয়া। Em আমার এটুক শুধু চাওয়া ভরা দীঘির জলে নাওয়া D Am Em বট অশ্বত্থ পাতায় ছাওয়া কৃপণ শেষ বসন্ত হাওয়া। Verse 1: Em আমি একটা বেছে নেবো না হয় তুমিও খানিক ভেবো D Am Em শেষে অস্তমিত কবর খানায় শরীর রেখে দেবো। Em আমি একটা বেছে নেবো না হয় তুমিও খানিক ভেবো D Am Em শেষে অস্তমিত কবর খানায় শরীর রেখে দেবো। Em বলো তুমিও কি চাও যেতে? এই কৃপণ হাওয়ায় মেতে D Em সারি-সারি মৃতের শয়ন কক্ষ কাছে পেতে। Em বলো তুমিও কি চাও যেতে? এই কৃপণ হাওয়ায় মেতে D Em সারি-সারি মৃতের শয়ন কক্ষ কাছে পেতে।
Verse 2: Em ছাড়ো এসব কথা রাখো কোন বান্ধবীকে ডাকো D Am Em তার হৃদয় ঘেঁষে বসি তার শিরায় আউশ চষি। Em ছাড়ো এসব কথা রাখো কোন বান্ধবীকে ডাকো D Am Em তার হৃদয় ঘেঁষে বসি তার শিরায় আউশ চষি। Em জানি আউশ চষা বারণ তবু তোমার কথা রাখি D Em দগ্ধ দেশে ধংস স্তুপে পুষছি দোয়েল পাখি। Em জানি আউশ চষা বারণ তবু তোমার কথা রাখি D Em দগ্ধ দেশে ধংস স্তুপে পুষছি দোয়েল পাখি। Outro: Em শেষে এটুক থাকে চাওয়া ভরা দীঘির জলে নাওয়া D Am Em বট অশ্বত্থ পাতায় ছাওয়া কৃপণ শেষ বসন্ত হাওয়া। D Am Em শেষে অস্তমিত কবর খানায় শরীর রেখে যাওয়া।
Published:
Last updated: