Verse: C রঞ্জনা আজ তার বাড়ি থেকে পালাবে Am নীলাঞ্জন আজ অফিসে রুখে দাঁড়াবে F C ছেড়ে দেবে তার সস্তার কেরানির কাজ C শিবু আর শিলা পালিয়ে বিয়ে করবে Am সঞ্জয় দুর পাল্লার ট্রেন ধরবে F C ছেড়ে চলে যাবে তার চৌক চ্যাপ্টা সমাজ Am D ইচ্ছে হল হঠাৎ Am D নিজেকে ভালবাসতে আজ F C তাই লাই লাইলা লাই F C আজ যা ইচ্ছে তাই F যা হওয়ার তা হবে C কি আসে যায় G লাই লা লাই
C সমীরণ ঠিক করেছে বিষ খাবেনা Am আজ থেকে আর কিছুতেই হেরে যাবেনা F G অঞ্জন আজ থেকে চুরি করবেনা কোন সুর C গান যার গাইবার ঠিক গান গাইবে Am যে যা চাওয়ার ঠিক মন থেকে চাইবে F G বৃষ্টি নামতে পারে যদিও কড়া রোদ্দুর Am D ইচ্ছে হল হঠাৎ Am D নিজেকে ভালবাসতে আজ F C তাই লাই লাইলা লাই F C আজ যা ইচ্ছে তাই F যা হওয়ার তা হবে C কি আসে যায় G লাই লা লাই C কোন এক শহরের কোন এক রাস্তায় Am সুইসাইড বোম্বার বসে আছে অসহায় F G করবেনা সুলতান আজ বিস্ফোরণ C কোন এক মেয়েকে আজ কেউ বেচবেনা Am কোন শিশু আজ কেউ পাচার করবেনা F G হাসবে গোতা দুনিয়া আজ যখন তখন Am D ইচ্ছে হল হঠাৎ Am D নিজেকে ভালবাসতে আজ F C তাই লাই লাইলা লাই F C আজ যা ইচ্ছে তাই F যা হওয়ার তা হবে C কি আসে যায় G লাই লা লাই
Published:
Last updated: