Tuning: Standard (E A D G B E) Chorus: F# B তোমার চোখে আঁকা স্বপ্নগুলো, A#m C# আমায় ডাকে একাকী। F# B তোমায় ঘিরে লেখা গল্পগুলোয়, A#m C# হঠাৎ ওড়ে জোনাকি। G#m A#m আমার আকাশেতে মেঘেরা ভাসে, B F# হাসে ঝুম বরষায়। G#m A#m B দূরের তারাগুলো থমকে থাকে পাহারায়। F# B তোমার ঠোঁটের ঐ মিষ্টি হাসি, A#m C# কোথায় বলো হারিয়ে। F# B আমার মনটা মিছে বাজায় বাঁশি, A#m C# ভুল সে মায়ায় জড়িয়ে। G#m A#m বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে B F# অভিমানী রাজপথে, G#m A#m B চোখের কোণে জল লুকিয়ে থাকে আড়ালে..
Verse: F# A#m G#m কেন দুটো পথ বেঁকে কেন দু' দিকে B জানিনা F# A#m G#m কেন দুটো মন অজানাতে হারালো B F# জানি না, জানিনা। Bridge: B কোথায় আছো আজ, F# কেমন আছো হায়, D#m A#m কেন দিশেহারা ? B আমি পথের মাঝে একা F# C# থমকে দেখি আকাশটা। B F# সবই শূন্য হয় আবার পূর্ণ হয় D#m A#m হয়ে পাগলপারা। B তুমি তোমার মতো করে F# C# বদলে দিলে শহরটা। Instrumental: B F# D#m A#m B F# C# Chorus: F# B আমার চোখে আঁকা স্বপ্নগুলো A#m C# জানি তোমায় ডাকে নীরবে। F# B আমায় ঘিরে সব প্রশ্নগুলো A#m C# জানি মলিন হয়ে হারাবে। G#m A#m তোমার আকাশে কি মেঘেরা ভাসে ? B F# কাঁদে ঝুম বরষায়। G#m A#m B দূরের তাঁরাগুলো থমকে আজও পাহারায়.. Verse: F# A#m G#m কেন দুটো পথ বেঁকে কেন দু' দিকে B জানিনা F# A#m G#m কেন দুটো মন অজানাতে হারালো B F# জানি না, জানিনা। Bridge: B কোথায় আছো আজ, F# কেমন আছো হায়, D#m A#m কেন দিশেহারা ? B আমি পথের মাঝে একা F# C# থমকে দেখি আকাশটা। B F# সবই শূন্য হয় আবার পূর্ণ হয় D#m A#m হয়ে পাগলপারা। B তুমি তোমার মতো করে F# C# বদলে দিলে শহরটা। youtube link - https://youtu.be/GEnVvB51Lqw
Published:
Last updated: