
Sabai To Sukhi Hote Chay chords by Manna Dey
Guitar chords with lyrics
Scale : D Chords : D,G,A,Em,Bm D G সবাই তো সুখী হতে চায় A তবু কেউ সুখী হয় D কেউ হয়না D জানিনা বলে যা লোকে G সত্যি কিনা D Em D কপালে সবার নাকি সুখ সয়না D G সবাই তো সুখী হতে চায় A D তবু কেউ সুখী হয় কেউ হয়না
🎸
Accuracy Rating: - Votes: -
G আশায় আশায় তবু Bm D এই আমি থাকি Em যদি আসে কোন দিন Bm D সেই সুখ পাখি G D এই চেয়ে থাকা আর Em D প্রানে সয়না D G ভালবেসে সুখী হতে D G বল কেনা চায় D রাধা সুখী হয়েছিল A D এই শ্যামরায় G আমি ও রাধার মত Bm D ভালবেসে যাবো Em হয় কিছু পাবো নয় Bm D সবই হারাবো G D এই চেয়ে থাকা আর Em D প্রানে সয়না D G সবাই তো সুখী হতে চায় A তবু কেউ সুখী হয় D কেউ হয়না D জানিনা বলে যা লোকে G সত্যি কিনা D Em D কপালে সবার নাকি সুখ সয়না
Published:
Last updated:
Your last visited songs
- The Appleseed Cast Steps And Numbers - chords
- The Appleseed Cast On Reflection - tabs
- The Go-betweens I Just Get Caught Out - bass
- The Go-betweens A Bad Debt Follows You - bass
- Kailee Morgue Medusa - chords
- Manna Dey Sabai To Sukhi Hote Chay - chords
- Stefan Raab Wir Kommen Um Ihn Zu Holen - chords
- Underoath Writing On The Walls Acoustic - chords
- Underoath On My Teeth - tabs
- Underoath Too Bright To See Too Loud To Hear - chords