
Ami Tafat Bujhina chords by Manna Dey
Guitar chords with lyrics
- Difficulty: Intermediate 💪
Key: C Chorus: C C আমি তফাত বুঝি না। Am C আমি তফাত বুঝিনা। C C আমি তফাত বুঝি না দুজনার Am C আমি তফাত বুঝিনা। Cm Cm G G* আমার জন্মদাত্রী মা-ই আমার ঠাকুর ঘরের মা C C আমি তফাত বুঝি না। Am C আমি তফাত বুঝিনা।
🎸
Accuracy Rating: - Votes: -
Instrumental: Am G C C Am Em C C C Gm F G C C F C G C C C C Verse 1: G F G যখন মায়ের কাছে আসি, Am Em দেখি মায়ের মুখের হাসি । C F G যখন মায়ের কাছে আসি, Am Em দেখি মায়ের মুখের হাসি । G Cm আমার দুচোখ দেখে দুটি মা নয়, G Cm দুচোখ দেখে দুটি মা নয়। C G G* একটি মায়ের একই প্রতিমা । Chorus: C C আমি তফাত বুঝি না। Am C আমি তফাত বুঝিনা। Cm Cm G G* আমার জন্মদাত্রী মা-ই আমার ঠাকুর ঘরের মা C C আমি তফাত বুঝি না দুজনার Am C আমি তফাত বুঝিনা। Bridge: C C মা হওয়া নয় মুখের কথা, Am F মাকে দেখেই বুঝি, C Am G C ভালোবাসার শেষ ঠিকানা, মায়ের কাছেই খুঁজি। C C মা হওয়া নয় মুখের কথা, Am F মাকে দেখেই বুঝি, C Am G C ভালোবাসার শেষ ঠিকানা, মায়ের কাছেই খুঁজি। Verse 2: C C মা কখনো হয় কি দুভাগ? Am G Em ভিন্ন কি হয় মায়ের সোহাগ। C C মা কখনো হয় কি দুভাগ? Am G Em ভিন্ন কি হয় মায়ের সোহাগ। G Cm আমার মানবী মা দেবী মায়ের G Cm মানবী মা, দেবী মায়ের C G G* হৃদয়ে যে একই করুণা। Chorus: C C আমি তফাত বুঝি না দুজনার Am C আমি তফাত বুঝিনা। Cm Cm G G* আমার জন্মদাত্রী মা-ই আমার ঠাকুর ঘরের মা C C আমি তফাত বুঝি না। Am C আমি তফাত বুঝিনা। C C আমি তফাত বুঝি না দুজনার Am C আমি তফাত বুঝিনা।
Published:
Last updated:
Your last visited songs
- Maiara & Maraisa Amor Dos Amores - chords
- Manna Dey Ami Tafat Bujhina - chords
- Paramore Crush Crush Crush - chords
- Lee Ryan Turn Your Car Around - chords
- Foy Vance Joy Of Nothing - chords
- The White Buffalo Widows Walk - chords
- The White Buffalo Bb Guns And Dirt Bikes - chords
- The White Buffalo Stunt Driver - chords
- The White Buffalo When Im Gone - chords
- The White Buffalo I Got You - chords