Key: Dm {Chorus] A Em B7 নয়ন ভরা জল গো, Em Em তোমার আঁচল ভরা ফুল। A Em B7 নয়ন ভরা জল গো, Em তোমার আঁচল ভরা ফুল। E A E ফুল নেব না, অশ্রু নেব? E A E ফুল নেব না, অশ্রু নেব? E A E ভেবে হই আকু ল। A Em B7 নয়ন ভরা জল গো, Em Em তোমার আঁচল ভরা ফুল।
{Verse 2] Em D Am ফুল যদি নিই তোমার হা তে। C B Em জল রবে গো নয়ন পাতে। Em D Am ফুল যদি নিই তোমার হা তে। Am B Em জল রবে গো নয়ন পাতে। Em A B Em অশ্রু নিলে ফুটবে না আর E A প্রেমে র মুকু ল। {Chorus] A Em B7 নয়ন ভরা জল গো, Em তোমার আঁচল ভরা ফুল। {Verse 3] Em Am C B Em মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ যে জাগে। Em Am E A F মোর বিরহে কাঁদ যখন আরো ভাল লাগে । Em Em পাওয়ার সাধ যে জাগে Em D Am পেয়ে তোমায় যদি হা রাই Am B Em দূরে দূরে থাকি গো তাই Em A B Em ফুল ফুটায়ে যাই গো চলে E A চঞ্চল বুলবুল । {Outro] A Em B7 নয়ন ভরা জল গো, Em তোমার আঁচল ভরা ফুল।
Published:
Last updated: