Bhalobasa chords by Kabir Suman
Guitar chords with lyrics
Tuning: Standard (E A D G B E)
Refrain:
C G C
ভালোবাসা শত যুদ্ধেও জেতা যায় না
F C
ভালোবাসা লুটতরাজ কীর্তি নাশা
G C F C G C
একা মেয়েটার নরম গালের পাশে প্রহরীর মত রাত জাগে ভালবাসা
Interlude:
C F C G C
Verse 1:
G C G C
ভালোবাসা এক আজন্ম সন্নাসী ,ভালবাসা ধ্যান মগ্ন তাপসী যেন
A# G
শ্বাস প্রশ্বাসে প্রাণায়ণ করে নেওয়া
C
তথাগত হয়ে আমায় ডাকছ কেন?
Refrain:
C G C
ভালোবাসা শত যুদ্ধেও জেতা যায় না
F C
ভালোবাসা লুটতরাজ কীর্তি নাশা
G C F C G C
একা মেয়েটার নরম গালের পাশে প্রহরীর মত রাত জাগে ভালবাসা
Verse 2:
G C G
ভালোবাসা এক খেপাটে জুয়ার নেশা, ভালোবাসা সব বাজী ধরা নির্বোধ
F G C F
শেষ চালে হেরে যাবই তবু আমি, আবার খেলব চাইবোই প্রতিশোধ
G C G C
ভালোবাসা এক উদ্ভট বাজিকর , ভালোবাসা চির ঈন্দ্রজালের রাজা
A# G C
বোকা বনে যাই বার বার তবু বলি, পায়ে পড়ি তোর প্রেমের গানটা বাজা
Refrain:
C G C
ভালোবাসা শত যুদ্ধেও জেতা যায় না
F C
ভালোবাসা লুটতরাজ কীর্তি নাশা
G C F C G C
একা মেয়েটার নরম গালের পাশে প্রহরীর মত রাত জাগে ভালবাসা Last updated:
Please rate for accuracy!
