Tor Moner Pinjiray chords by Jisan Khan Shuvo
Guitar chords with lyrics
- Difficulty: Beginner 👶
Em D
আরে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
Bm C
তবুও সে পাষাণ বন্ধু হইলো না আমার
Em D
আমার দুঃখে কাঁন্দে আকাশ কাঁন্দেরে জমিন
D C
নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন
Em D
যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
Bm C
তবুও সে পাষাণ বন্ধু হইলো না আমার
Em D
আমার দুঃখে কাঁন্দে আকাশ কাঁন্দেরে জমিন
D C
নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন
Em Am
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
D Bm Em
কারে এতো করলি আপন পর করে আমায়
Em Am তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ Bm C Em তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ Em Am তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই D Bm Em কারে এতো করলি আপন পর করে আমায় Em Am তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ Bm C Em তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ Em Am জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো D Bm Em তুই ছাড়া একলা আমি ক্যামনে থাকি ভালো ? Em Am এ ভরা জোছনায় তুই কার পাশে ? D Bm Em কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে Em Am জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো D Bm Em তুই ছাড়া একলা আমি ক্যামনে থাকি ভালো ? Em Am এ ভরা জোছনায় তুই কার পাশে ? D Bm Em কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে Em Am তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই D Bm Em কারে এতো করলি আপন পর করে আমায় Em Am তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ Bm C Em তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ Em Am এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই D Bm Em রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায় Em Am তখন যদি হায় তোরে না পাই D Bm Em নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই Em Am এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই D Bm Em রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায় Em Am তখন যদি হায় তোরে না পাই D Bm Em নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই Em Am তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই D Bm Em কারে এতো করলি আপন পর করে আমায় Em Am তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ Bm C Em তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ 2x
Published:
Last updated:
Please rate for accuracy!
