Key: Cm Intro: Am Verse 1: Am আমি দূর হতে Dm তোমারেই দেখেছি F G আর মুগ্ধ এ চোখে Am চেয়ে থেকেছি A D বাজে কিংকিনী রিনিঝিনি A D তোমারে যে চিনি চিনি G Em Am মনে মনে কত ছবি এঁকেছি
Bridge: Am C F G Am Am C F G Am Verse 2: Am ছিল ভাবে ভরা C দুটি আঁখি চঞ্চল Am তুমি বাতাসে ওড়ালে C ভীরু অঞ্চল Am G ওই রূপের মাধুরী মোর Em Am সঞ্চয়ে রেখেছি Chorus 1: Am Dm দূর হতে তোমারেই দেখেছি F G আর মুগ্ধ এ চোখে Am চেয়ে থেকেছি Bridge: Am C F G Am Am C F G Am Verse 3: Am কস্তুরী মৃগ তুমি C যেন কস্তুরী মৃগ তুমি Am আপন গন্ধ ঢেলে G হৃদয় ছুঁয়ে গেলে F G Am সে মায়ায় আপনারে ঢেকেছি Chorus 2: Am ওই কপালে দেখেছি C লাল পদ্ম Am যেন দল মেলে ফুটেছে C সে সদ্য Am G আমি ভ্রমরের গুঞ্জনে Em Am তোমারেই ডেকেছি Outro: Am
Published:
Last updated: