Jodi Tomar Sathe Amar Pirit Hoto chords by Folk Leaders
Guitar chords with lyrics
- Difficulty: Intermediate 💪
Key: D Intro: D G DM7 D G Dsus2 DM7 D G D Dsus2 D G D G Verse: DM7 A G D যদি তোমার সাথে আমার পিরিত হতো DM7 A G D যদি তোমার সাথে আমার পিরিত হতো
D G D তবে নদীও গাইতো, পাখিও বাইতো আমার মনের মতো। DM7 A G D যদি তোমার সাথে আমার পিরিত হতো DM7 A Em G D তবে তোমার সাথে আমার পিরিত হতো। Bridge: D G D A D Em G D D G D D G D G Verse: G D G যদি পায়ে হেঁটে আকাশ পানে পাড়ি দেওয়া যেতো A D G D সেই পথ আবার তোমার কাছে আমায় নিয়ে যেতো, G D আমায় নিয়ে যেতো। A Em D সায়র শেষে আকাশ নামে তারা জ্বলে শত A Em D সায়র শেষে আকাশ নামে তারা জ্বলে শত Bridge: A G D G ডানা ভাঙা পাখির আবার ঘরে ফেরা হতো, A D ঘরে ফেরা হতো। Chorus: A G D তবে তোমার সাথে আমার পিরিত হতো A G D তবে তোমার সাথে আমার পিরিত হতো G D x5 Verse: D G Em নদী যেমন শান্ত-শীতল মাঝে মাঝে পথ ভুলে, A D G সাগর সে তো অন্য পাড়ে উথাল-পাতাল ঢেউ খেলে, G D উথাল-পাতাল ঢেউ খেলে Bridge: A D তবুও নদী ছুটে চলে সয়ে আঘাত শত। A D তবুও নদী ছুটে চলে সয়ে আঘাত শত। A DM7 সাগর পানে চেয়ে বলে — কি বলে Chorus: DM7 A G D যদি তোমার সাথে আমার পিরিত হতো DM7 A G D তবে তোমার সাথে আমার পিরিত হতো Outro: A G D তোমার সাথে আমার পিরিত হতো DM7 A G D তবে তোমার সাথে আমার পিরিত হতো
Published:
Last updated:
Please rate for accuracy!
