Porinita chords by Conclusion
Guitar chords with lyrics
- Difficulty: Beginner 👶
Song: Porinita Artist: Conclusion Gm - Em - C - Cadd9 - Em7 Gm তুমি বলো যদি Em নামী-দামী কবি C Cadd9 ঘাম ফালাবে মাথা থেকে পায়ে Gm তুমি বলো যদি Em ট্রুডো আর মোদী C Cadd9 চিঠি দিবে রোজ সন্ধ্যায় Gm তুমি যদি বলো Em এত অগোছালো C Cadd9 পৃথিবী সোজা হয়ে যায় Gm তুমি যদি বলো Em তবে ফ্রিডা কাহলো C Cadd9 রঙ-ঢঙ ছেড়েছুড়ে সন্ন্যাসী হয়ে যায় Gm জানালা Em সব খোলা হোক C D তবু হোক, তবু হোক Gm ঘটনায় Em সব ঘোলা হোক C D তবু হোক, তবু হোক Gm সময় বৃথা Em7 তুমি বললে না Cadd9 D বোকা ভেবে গেলে আমারে Gm পরিণীতা Em7 তুমিই একা Cadd9 D আমি ঠিকই ভাবি তোমারে Gm তুমি বলো যদি Em সিংহাসনের গদি C Cadd9 বিদ্রোহীকে স্যার বলে যায় Gm তুমি পা বাড়ালে Em দুরত্ব খামখেয়ালে C Cadd9 কাছে এসে পাশে বসে পৌছিয়ে দিয়ে যায় Gm ঘটনায় Em এতকিছু ভাবা তোমার সাজে না Gm জানালার Em কাঁচে পড়ে থাকে সময় Gm Em7 সময় বৃথা, তুমি বললে না Gm Em7 সময় বৃথা, তুমি বললে না Cadd9 D বোকা ভেবে গেলে আমারে Gm Em7 পরিণীতা, তুমিই একা Cadd9 D আমি ঠিকই ভাবি তোমারে
Published:
Last updated:
Please rate for accuracy!
