Key: C The Strumming Pattern: ♫ Verse : D DUDU Pre Chorus And ♫ Chorus : DD UUD DUDU You Can Also Use Simple Down Strokes (D) For The Verses । মায়াবী। ♫ Verse 1: C G আজও চোখের কোনে C G জমে আছে লোনা জল C G আজও কপালে জড়িয়ে আছে C G তোমার চুম্বন
♫ Pre-Chorus: F G যদি তুমি চাও F G ফিরিয়ে নিতে পারো সব (।।) ♫ Chorus: C মায়াবী Am আমায় আর কোন F G জোছনা ডাকে নি C মায়াবী Am কোটি বছর F G তোমায় দেখি নি ♫ Verse 2: C G জমে থাকা অনুভূতিরা আজো C G কাঁদছে বরষা হয়ে C G এপিটাফে রাজকন্যা তুমি C G আমি পরাজিত প্রহরী C G ঝিঁঝিঁদের গানে C G ডাকছে না আমাকে! ♫ Pre-Chorus: F G জেগে আছি আমি F G জানি না, জানি না C Am কিসের অপেক্ষায় ♫ Chorus: C মায়াবী Am আমায় আর কোন F G জোছনা ডাকে নি C মায়াবী Am কোটি বছর F G তোমায় দেখি নি (।।) আবৃত্তি G C যা দিয়েছিলে Am F তার সবই আজ ফিরিয়ে নিলে G নিয়ে যাও C Am আমাকে কিছুই ডাকছে না F G C আমি মিশে যাই মায়া নামক এক ক্ষতের গভীরে Am ডুবে যাই অতীতের ছড়িয়ে ছিটিয়ে F. G থাকা লক্ষাধিক ভুলের মায়ায় ভুলের মায়ায় Hope You Find It Helpful 😊
Published:
Last updated: