Verse 1: F C/E কুয়াশার চাদরে ঢাকা এই শহরে A#sus2 C দেখলাম তোমাকে রাস্তার মোড়েতে F C/E ভেজা ভেজা ঘাসেতে জমে থাকা শিশিরে A#sus2 C তোমার ছাপ ফেলছো শিল্পীর তুলিতে F C/E কাঁপা কাঁপা গলাতে ডাকবো যে তোমাকে A#sus2 C কেন চোখ মেলে তুমি দেখলেনা আমাকে F C/E জানালার কাঁচ দিয়ে দেখছি তোমাকে A#sus2 C বাসটাও কেমন যেন আছে দাঁড়িয়ে
Chorus: A#sus2 C F F#sus2 আমি বাসেতে একা A#sus2 C F F#sus2 আধো ঘুমেতে বাঁকা A#sus2 C F D7 কল্পনায় কাকে দেখি A#sus2 C F !! তুমি নাকি বাস সহকারী Verse 2: F C/E গোলাপের দোকানে শাহবাগ মোড়েতে A#sus2 C দেখলাম তোমাকে আছো যে সেখানে F C/E আমিও যাচ্ছি তোমার পেছনে A#sus2 C জানিনা কপালে কোন যে শনি আছে F C/E ডাকলাম তোমাকে নামটাও জানিনা যে A#sus2 C কি নাম তাও তা বলোনি যে আগে F C/E ফিরে তাকালে হাতটাও দিলে তুলে A#sus2 C এই দৌড়ে পালাবো শু টাই খুলে ফেলে Chorus: A#sus2 C F F#sus2 আমি বাসেতে একা A#sus2 C F F#sus2 আধো ঘুমেতে বাঁকা A#sus2 C F D7 কল্পনায় কাকে দেখি A#sus2 C F !! তুমি নাকি বাস সহকারী A#sus2 C F F#sus2 আমি বাসেতে একা A#sus2 C F F#sus2 আধো ঘুমেতে বাঁকা A#sus2 C F D7 কল্পনায় কাকে দেখি A#sus2 C F !! তুমি নাকি বাস সহকার
Published:
Last updated: