Palate Chai chords by Ayub Bachchu
Guitar chords with lyrics
- Capo on 2nd
- Difficulty: Beginner 👶
Key: G Verse: G যদি তুমি ভালোবাসো আমায় C D শুধু এ কারণে পালাতে চাই, G তোমার যোগ্য আমি নই C D তাই ভয় হয় যদি পেয়েও হারাই, C G পালাতে চাই Bm Em তোমার কাছ থেকে আরও দূরে, C G পালাতে চাই Bm Em বাঁধতে চাই না তোমায় এই সুরে C D G পালাতে চাই… ও…।
C জড়াতে আমায় কেন চাও G হৃদয়টা ভাঙ্গবে বলেই, C স্বপ্ন দুচোখে তাঁকাও G আগুন হয়ে পোঁড়াবে বলেই। Am দৃষ্টির আড়ালে তোমার C G শুধু এ কারণেই থেকে যাই। Am দৃষ্টির আড়ালে তোমার C G শুধু এ কারণেই থেকে যাই। C G পালাতে চাই Bm Em তোমার কাছ থেকে আরও দূরে, C G পালাতে চাই Bm Em বাঁধতে চাই না তোমায় এই সুরে C D G পালাতে চাই… ও…। C এতো সুখ সহ্য করার G ক্ষমতা সে তো নেই যে আমার C দুঃখ ঘরে কাটে রাত G ভালোলাগার নেই অধিকার। Am হিমেল অনলে তোমার C G পোঁড়াতে নিজেকে না চাই, Am হিমেল অনলে তোমার C G পোঁড়াতে নিজেকে না চাই। C G পালাতে চাই Bm Em তোমার কাছ থেকে আরও দূরে, C G পালাতে চাই Bm Em বাঁধতে চাই না তোমায় এই সুরে C D G পালাতে চাই… ও…।
Published:
Last updated:
Please rate for accuracy!
