Key: F F C সে যে বসে আছে একা একা Dm C রঙিন স্বপ্ন তার বুনতে F C সে যে চেয়ে আছে ভরা চোখে Dm C জানালার ফাঁকে মেঘ ধরতে। F C সে যে বসে আছে একা একা Dm C রঙিন স্বপ্ন তার বুনতে F C সে যে চেয়ে আছে ভরা চোখে Dm C জানালার ফাঁকে মেঘ ধরতে। F C তার গুনগুন মনের গান বাতাসে উড়ে Dm C কান পাতো মনে পাবে শুনতে F C তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে Dm C Dm C চোখ মেল যদি পারো বুঝতে। F C তার গুনগুন মনের গান বাতাসে উড়ে Dm C কান পাতো মনে পাবে শুনতে F C তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে Dm C চোখ মেল যদি পারো বুঝতে।। F C সে যে বসে আছে একা একা Dm C তার স্বপ্নের কারখানা চলছে F C আর বুড়ো বুড়ো মেঘেদের দল Dm C বৃষ্টি নামার তাল গুনছে। F C সে যে বসে আছে একা একা Dm C তার স্বপ্নের কারখানা চলছে F C আর বুড়ো বুড়ো মেঘেদের দল Dm C বৃষ্টি নামার তাল গুনছে। F C সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায় Dm C টপটপ ফোটা পড়ে অনেকক্ষণ F C সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে Dm C ভেজা কাক হয়ে থাক আমার মন। F C সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায় Dm C টপটপ ফোটা পড়ে অনেকক্ষণ F C সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে Dm C ভেজা কাক হয়ে থাক আমার মন। F C সে যে বসে আছে, সে যে বসে আছে.