Ajogyo Ami chords by Ajogyo
Guitar chords with lyrics
- Capo on 2nd
- Difficulty: Beginner 👶
Verse 1:
Am
আমি বসে থাকি প্রায়
A Am
এই সন্ধ্যেবেলায়,
F G*
আকাশের গায়ে লেখা
N.C. Am
অযোগ্য আমি।
Am
মেনে নিতে শিখে যাই
A Am
বয়ে বেড়ানোর দায়,
F
ঢেকে রাখি ক্ষত দাগ
Am
অপরাধ বেনামি।
Chorus:
Am A#m
যত ভাবি ভুলে গেছি
Am A Am
তবু চুপিচুপি খুঁজে সে আমায়,
Am A#m
কত দূরে চলে গেছি
Am A Am
তবু চুপিচুপি খোঁজে সে আমায়
Verse 2:
F Am
সাহসী কোনো কথায়
Am7 A#m
ঠোঁট পুড়ে গিয়েছিলো,
F Am
স্মৃতিহীন কোন আলাপে
Am7 A#m
এ জীবন বেছে নিলো।
Am
প্রতিটা দিন, প্রতিটা রাত কার ইশারায়,
A Am Am
ভুলেছি শোক, হাজার চোখ খোঁজে আমায়।
Bridge:
N.C. Am
আমি বসে থাকি প্রায়
A Am
এই সন্ধ্যেবেলায়,
F G*
আকাশের গায়ে লেখা
N.C. Am
অযোগ্য আমি।
Chorus:
Am A#m
যত ভাবি ভুলে গেছি
Am A Am
তবু চুপিচুপি খুঁজে সে আমায়,
Am A#m
কত দূরে চলে গেছি
Am A Am
তবু চুপিচুপি খোঁজে সে আমায়
Outro:
Am A#m Am A Am Published:
Last updated:
Please rate for accuracy!
