Key: E Verse : E G#m C#m মাঝে মাঝে মুখ ভরে থাকে হাসি E G#m C#m মাঝে মাঝে পায় ভীষণ কান্না E G#m C#m মাঝে মাঝে ভাবি এত কম কেন প্রেম? B A E মাঝে মাঝে ভাবি অনেক হয়েছে আর না E G#m C#m হয়তো দাঁড়িয়ে আয়না তোমায় দেখে E G#m C#m হয়তো তখন দেখছো অন্য কিছু E G#m C#m হয়তো দাঁড়াও আয়না দেখার ছলে B A E আমি ছুটে যাই তোমার চোখের পিছু B A E আমি ছুটে যাই তোমার চোখের পিছু
Chorus: A E আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ A E পথে পথে পড়ে আছে জুঁই ফুল A E আমরা হয়তো এসবের নই কিছু B A E তবু মেঘ-বাতাসের হয় না কখনো ভুল B A E তবু মেঘ-বাতাসের হয় না কখনো ভুল Verse : E G#m C#m মাঝে মাঝে ভাবি তুমি এলে হবো সুখী E G#m C#m মাঝে মাঝে ভাবি একলা থাকাই সুখ E G#m C#m দুঃখ ভাবতে কে চায় প্রিয়তমা? B A E যেন ভাবনা এক মনের অসুখ B A E যেন ভাবনা এক মনের অসুখ E G#m C#m সবাই খোঁজে একটা প্রিয় ঠিকানা E G#m C#m যেই ঠিকানার নিশানা নেই কোথাও! E G#m C#m সব পাখি তবু ফিরে যায় নীডে B A E নীড়হারা তুমি কোন বেদনা উড়াও? B A E নীড়হারা তুমি কোন বেদনা উড়াও? Chorus: A E আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ A E পথে পথে পড়ে আছে জুঁই ফুল A E আমরা হয়তো এসবের নই কিছু B A E তবু মেঘ-বাতাসের হয় না কখনো ভুল B A E তবু মেঘ-বাতাসের হয় না কখনো ভুল
Published:
Last updated: