Key: E E F#m E কাবেরী এই শীতে ফেটে যাওয়া ঠোঁট A E নিয়ে তোমার কাছে এসেছি (2x) F#m A যদি তুমি বলো নিঃস্পৃহ, তবে তাই E ফিরে তোমার কাছে এসেছি। A E কাবু হয়ে ঘরে ফেরার দিন শেষ F#m A E যুদ্ধের অবশিষ্ট আগুনে পুড়ে গেছে আমাদের বয়েস। A B E G# C#m কাফের দিলো নাজরানা, নদী ভরা উত্তাল যৌবন A B কাবেরী তোমার ছবি আজও E
আমি বুক পকেটে নিয়ে ঘুরি। E F#m E কাবেরী এই শীতে ফেটে যাওয়া ঠোঁট A E নিয়ে তোমার কাছে এসেছি (2x) F#m A যদি তুমি বলো নিঃস্পৃহ, তবে তাই E ফিরে তোমার কাছে এসেছি। F#m A B F#m A E G# A B সংশয়ে বিমান আর মরুঝড়ে আটকে পড়া বেদুঈন G# A G# আমরা বহন করছি কিছু অন্তঃসার শুন্য গান G# A B পৃথিবীর একপক্ষ করে খেয়ে ফেলা রাজনীতি G# A C#m মগজে ধোঁয়া লাগিয়ে বলে আমার শিল্প বলিয়ান। E F#m A E কাবেরী চলো এবার শুয়ে পড়ি নিভিয়ে ঘরের বাতি E F#m A E কাবেরী চলো এবার শুয়ে পড়ি নিভিয়ে ঘরের বাতি A B E কার্তুজ ভর্তি পকেট আমার A B E নিজস্ব পিস্তল হাতে যুদ্ধের এই ময়দান A B E G# C#m যেখানে হৃদয়ের খুব কাছে বারুদ আর গোলাপের সুবাস A B E কাবেরী তোমার চাদরেই আমার বসবাস।
Published:
Last updated: