Key: D D G তুমি আমি, সন্ধ্যাবেলায় শীতল ঝোড়ো বাতাস, F#m G D গম্ভীর মনে একটু প্রশান্তি D G তুমি আমি,প্রজাপতি দোলনচাঁপার কুঁড়ি F#m D শুভ্র রঙে ঘুঁচবে যে ক্লান্তি D Bm G তুমি আমি,কাঠফাটা রোদে সময়ের কৃতদাস, C G D ঘুমাতাম রাতে বানিয়ে পাতার বালিশ
D Bm G তুমি আমি,আমাদের মেলামেশা নিষিদ্ধ আজ পথে C G D আমার তাই বৃষ্টির কাছে নালিশ A G A তুমি ছেড়ে চলে গেলে অনেক বছর হলো, A G D আমি স্মৃতিগুলো এখনো আগলে রাখি। D Bm G তবু একদিন এসে আমায় যদি আঁকড়ে তুমি ধরো A G D আমি তোমায় দেখে হুট করে হবো ভাবনাহীন D Bm G তোমার চোখে আমি আর আমার চোখে থাকবে অশ্রুধারা A G D কাঁদবো আর চাইবো এই সময় হোক শুধু অন্তহীন
Published:
Last updated: