Instrumental: Dm Am Bb C Intro: Dm তোমার জন্য ফুল কুড়িয়ে নিলে Am সাথে খানিক ভুল কুড়িয়ে নিলে, Bb C কাজল চোখে তাকিয়ে যদি হাসি Dm তোমায় ভেবে সন্ধ্যা নামে যদি Am চোখের কোলে কান্না জমায় নদী, Bb C সব অভিমান ভুলে ফিরে আসি
Pre-chorus: Gm Am Dm C আমায় ছেড়ে কোথায় যাবে তুমি Gm C F বলবে কে আর এমন করে, ভালোবাসি Chorus: Dm আমায় দিও একটুখানি ছুঁয়ে Am আমায় দিও একটুখানি মন, Bb এই জনমের জন্ম মৃত্যু জানে C F Am তুমি ছাড়া শূন্য এ জীবন Dm আমায় দিও একটুখানি ছুঁয়ে Am আমায় দিও একটুখানি মন, Bb এই জনমের জন্ম মৃত্যু জানে C F Am তুমি ছাড়া শূন্য এ জীবন Instrumental: F Am Bb C F Am Bb C F Dm Bb C Verse: F Am তোমায় ছেড়ে গেলে Bb C এমন আকাশ পাবো আর কোথায় F Am তোমার কাছে এসে Gm C সবটুকু ভালোবেসে যাবো কোথায় Dm তোমার জন্য তাকিয়ে যদি থাকি Am বুকের ভেতর আস্ত আকাশ আঁকি, Bb C দুঃখ ভুলে স্বপ্ন সুখে ভাসি Pre-chorus: Gm Am Dm C আমায় ছেড়ে কোথায় যাবে তুমি Gm C F বলবে কে আর এমন করে, ভালোবাসি Chorus: Dm আমায় দিও একটুখানি ছুঁয়ে Am আমায় দিও একটুখানি মন, Bb এই জনমের জন্ম মৃত্যু জানে C F Am তুমি ছাড়া শূন্য এ জীবন Dm আমায় দিও একটুখানি ছুঁয়ে Am আমায় দিও একটুখানি মন, Bb এই জনমের জন্ম মৃত্যু জানে C F Am তুমি ছাড়া শূন্য এ জীবন
Published: