♫ Verse 1: Bm G#m G#m মনেরই অসুখ শুধু তোকে খুঁজে যায় Bm G#m F বোঝেনা কিছুই শুধু ভালোবাসতে চায়। Bm G#m G#m O মনেরই অসুখ শুধু তোকে খুঁজে যায় Bm G#m F বোঝেনা কিছুই শুধু ভালোবাসতে চায়। ♫ Pre-Chorus: Bm বোঝাবো কি করে? G#m তোকে এ মনে Bm G#m G#m বেঁধেছি আমিও যে গান।
♫ Chorus: Bm F G#m G#m বলে দাও দাও দাও আমায় Bm F G#m F বলে দাও দাও দাও আমায় Bm F G#m G#m বলে দাও দাও দাও আমায় Bm F G#m F বলে দাও দাও দাও আমায় ♫ Verse 2: Bm G#m Bm G#m তোর স্রোতে এসে, নাও গেছে ভেসে Bm G#m G#m ঠোঁট যদি মেশে, মিশে যাক। Bm G#m Bm G#m ঠিক জুটে গেলো, খড়কুটো গুলো Bm G#m G#m আর শুরু হল অনুরাগ। Bm G#m Bm G#m তোর স্রোতে এসে, নাও গেছে ভেসে Bm G#m G#m ঠোঁট যদি মেশে, মিশে যাক। Bm G#m Bm G#m ঠিক জুটে গেলো, খড়কুটো গুলো Bm G#m F G#m আর শুরু হল অনুরাগ। ♫ Pre-Chorus: Bm বোঝাবো কি করে? G#m তোকে এ মনে Bm G#m G#m বেঁধেছি আমিও যে গান। ♫ Chorus: Bm F G#m G#m বলে দাও দাও দাও আমায় Bm F G#m F বলে দাও দাও দাও আমায় Bm F G#m G#m বলে দাও দাও দাও আমায় Bm F G#m F বলে দাও দাও দাও আমায়
Published:
Last updated: