
মেঘের কোলে রোদ হেসেছে chords by Rabindranath Tagore
Guitar chords with lyrics
Tuning: Standard (E A D G B E) Verse: C Am G C মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। F C আহা, হাহা, হা। C G আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। F C আহা, হাহা, হা ॥ C কী করি আজ ভেবে না পাই, G পথ হারিয়ে কোন্ বনে যাই ।। C G C কোন্ মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি। F C আহা, হাহা, হা ॥ C G Am কেয়া-পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে-- C G C তালদিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে। C G রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব আজ বাজিয়ে বেণু, C G C মাখব গায়ে ফুলের রেণু চাঁপার বনে লুটি। F C আহা, হাহা, হা ॥
Last updated:
Your last visited songs
- Count Five Psychotic Reaction - tabs
- Helloween If I Could Fly - chords
- Mike + The Mechanics Taken In - chords
- Soundtracks 🎦 A Better Tomorrow Ii Theme - bass
- Charlie Puth The Way I Am (Ver3) - chords
- Rabindranath Tagore মেঘের কোলে রোদ হেসেছে - chords
- Mark Ronson Uptown Funk - chords
- Chris Stapleton Comeback Song - chords
- Tabitha Blijf Nog Even Hier - chords
- Xavier Naidoo Mitten Unterm Jahr - chords