Key: A ♫ Intro: A F#m Bm E x2 ♫ Verse 1: A হতে পারে কোনো রাস্তায় D কোনো হুড তোলা এক রিক্সায় Bm আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে E
তুমি দেখলে না। A রোদেপোড়া এ রোমিও চেহারা D তুমি বুঝলেনা আমার ইশারা Bm7 মন বলে যদি থামতে E তুমি থামলে না। A তোমার জুলিয়েট হাসি হেসে F#m7 F#m যদি ডাকতে ভালোবেসে Bm7 আমি তোমার চোখে তাকানোর E সাহস পেতাম না। A আমার জড়-সড় এই শরীরে F#m তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে Bm7 E প্রেম নাকি পাগলামি বলতে পারবোনা। Bm E [লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি (Bm E) D A তোমার পিছু ছাড়বো না,] x2 Bm D E A তোমার পিছু ছাড়বো না। ♫ Interlude 1: A F#m Bm E x2 ♫ Verse 2: A F#m কোনো কাক-ডাকা এক সকালে Bm E তুমি বারান্দায় এসে দাড়ালে A F#m আমি ছিদ্র খুঁজছি দেয়ালে E A তোমায় দেখবো বলে। E A F#m তুমি অদ্ভুত এক খেয়ালে Bm E গাঢ় লাল টিপ দেখি কপালে A Bm E হঠাৎ আমার দিকে তাকালে আজ E A আমি ভয় পেলাম না। A তোমার জুলিয়েট হাসি হেসে F#m7 F#m যদি ডাকতে ভালোবেসে Bm7 আমি তোমার চোখে তাকানোর E সাহস পেতাম না। A আমার জড়-সড় এই শরীরে F#m তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে Bm7 E প্রেম নাকি পাগলামি বলতে পারবোনা। Bm E [লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি (Bm E) D A তোমার পিছু ছাড়বো না,] x2 Bm D E A তোমার পিছু ছাড়বো না। ♫ Interlude 2: A F#m Bm E x2 ♫ Verse 3: A নামি চলো আজ পথে D হাত রাখো এই হাতে E দুজনে চলো যাই বহুদূর A আমার গিটারের সুরে D দোলা লাগে তোমার নূপুরে E উত্তাল ঢেউ তোলে দোলে হৃদয় সোমুদ্দুর। A তোমার জুলিয়েট হাসি হেসে F#m7 F#m যদি ডাকতে ভালোবেসে Bm7 আমি তোমার চোখে তাকাবো E পলক পড়বে না। A আজ আমার প্রেমিক শরীরে F#m তোমার হাওয়ায় উড়ছি ফুরফুরে Bm7 E প্রেম আর পাগলামি টাকে লুকাবো না। Bm E [লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি (Bm E) D A তোমার পিছু ছাড়বো না,] x2 Bm D E A তোমার পিছু ছাড়বো না। ♫ Outro: A F#m Bm E x2
Published:
Last updated: