Tuning: Standard (E A D G B E) Intro: Am Em Am শ্রাবণ ঘনায় দু নয়নে Am Em Am শ্রাবণ ঘনায় দু নয়নে Am Em Am আকাশেরও মত আঁখি, Am Em Am আকাশেরও মত আঁখি Am Em Am মগন বরিষনে.. Am Em Am শ্রাবণ ঘনায় দু নয়নে, Am Em Am শ্রাবণ ঘনায় দু নয়নে।
Verse 1: Am Em বিষাদও বিধূর মনে স্মৃতির আনাগোনা Am Em Am অধীর আকাশ বুঝি ছাড়াল সীমানা Am Em বিষাদও বিধূর মনে স্মৃতির আনাগোনা Am Em Am অধীর আকাশ বুঝি ছাড়াল সীমানা Am ছায়া ছায়া ভাসে ছবি, Am Em Am ছায়া ছায়া ভাসে ছবি তার মন কোণে Am Em Am শ্রাবণ ঘনায় দু নয়নে, Am Em Am শ্রাবণ ঘনায় দু নয়নে Verse 2: Am Em আকুল পবন আজ মানেনা তো মানা Am Em Am অধীর আকাশ আজ ছাড়ালো সীমানা Am Em আকুল পবন আজ মানেনা তো মানা Am Em Am অধীর আকাশ আজ ছাড়ালো সীমানা Am ঝোড়ো হাওয়া দিয়ে যায়, Am ঝোড়ো হাওয়া দিয়ে যায় Am Em Am দোলা বনে বনে Am Em Am শ্রাবণ ঘনায় দু নয়নে, Am Em Am শ্রাবণ ঘনায় দু নয়নে Am Em Am আকাশের মত আঁখি, Am Em Am আকাশের মত আঁখি Am Em Am মগন বরিষনে... Outro: Am শ্রাবণ ঘনায়, শ্রাবণ ঘনায় শ্রাবণ ঘনায়।