Key: G Verse 1: G দাও বলে দাও C বলে দাও D কোন পদ্ধতিতে যে বেঁচে থাকে C G সেটা আমিও জানতে চাই Pre-chorus 1: D G আমি এইসব কথা বলবো যে কাকে D G এই রাত, এসো জাগবো তোমাকে D G সেই দিন যদি সারা পাই ডাকে
Chorus: C G আনন্দে মরে যাই C G আনন্দে আনন্দে মরে যাই D G পলক না ফেলে এসোনা তাকাই C আনন্দে আনন্দে আনন্দেই G মরে যাই Verse 2: G যারা ফুল কুড়োলো C G ওরা উদাসী গাড়ির ধুলো লোক G যারা ফুল কুড়োলো C G ওরা উদাসী গাড়ির ধূলো লোক D কি খোলাম কুচি উড়ছে জীবন C G ভীষণ আলগা আলগাই Pre-chorus 2: D G এই চিনি-স্বাদ ভাঙা আসমানটাকে D G এমনি লুকোলো মনেই না থাকে D G আমার খবর রাখে কে না রাখে Chorus: C G আনন্দে মরে যাই C G আনন্দে আনন্দেই মরে যাই D G আদার ব্যাপারী, জাহাজ চালাই C আনন্দে আনন্দে আনন্দেই G মরে যাই Verse 3: G আজ থেকে যাও প্লিজ C থেকে যাও Pre-chorus 3: D G ঠোঁট লাল সে যে কলারের ফাঁকে D G বুকের বাঁদিকে যে বন্ধু থাকে D G মানিয়ে নিয়েছি সমস্ত টাকে Chorus: C G আনন্দে মরে যাই D G ধরা পরে গেলে খেয়ে হাওয়াই মিঠাই C আনন্দে আনন্দে আনন্দেই G মরে যাই Verse 4: G যারা ফুল কুড়োলো C G ওরা উদাসী গাড়ির ধুলো লোক G যারা ফুল কুড়োলো C G ওরা উদাসী গাড়ির ধূলো লোক D কি খোলাম কুচি উড়ছে জীবন C G ভীষণ আলগা আলগাই Verse 5: G যাও ঝরে যাও G Em C যাও যাও যাও ঝরে যাও D আলো ঢোকে কিনা, সেটা C G সব থেকে ভালো জানে জানলাই C আর চুমু খেলে চোঁখ বুজে যায়, কেন D G বালাই-ষাট-বালাই Pre-chorus 4: D G তুমি ঢিল ছুঁড়েছিলে মৌচাকে নাচে D G ছৌ ওরা “ঔ” আঁকে নাচে D তারা শাখে শাখে G ঝাঁকে ঝাঁকে ঝাঁকে Chorus: C G আনন্দে মরে যাই C G আনন্দে আনন্দে মরে যাই C G আনন্দে আনন্দেই মরে যাই Outro: C G আআআআ
Published:
Last updated: