Key: F# Verse 1: F# G#m যখন জানলা দিয়ে ঝড় (জানলা দিয়ে ঝড়), এলোমেলো ঘর D#m A#m তখন থমকে যাওয়ার ভয়, পালানোর সময় F# G#m যেমন নিত্যনতুন ডাক (নিত্যনতুন ডাক), তোমায় খুঁজে পাক D#m G#m B F# তেমন আসবো বলেই যাই, বরফ ঢাকা স্মৃতির জলে পা ডোবাই। Pre-Chorus: A#m জঠর দিয়ে তৈরি করছি যাকে F# আমার চোখ খুঁজছে আজও তাকে, A#m নরম আঙ্গুল বুলিয়ে দিয়ে গালে B A#m C# ভিজল কথা আড়ালে আবডালে
Chorus: D#m B F# হাত বাড়িয়ে ডাকছি দেখো ওই B F# A#m তোমায় ছেড়ে যেতে পারলাম কই, D#m B F# হাত বাড়িয়ে ডাকছি দেখো ওই B C#7 F# তোমায় ছেড়ে যেতে পারলাম কই। Verse 2: F# G#m কেমন, আবাহনী সুর (আবাহনী সুর), ডাকছে বহুদূর D#m A#m যেমন, কান্নাচাপা গান, যন্ত্রণার আজান। F# G#m তখন, আমার আলোর গান (আমার আলোর গান) , তোমারই সন্ধান D#m F# G#m B F# তখন, ভুল পেরোলেই ঠিক, ধুলোর চাদর আগলে রাখে চারিদিক। Pre-Chorus: A#m আঁচল দিয়ে ঢেকে রাখতে যাকে F# আমার চোখ ফিরে দেখতো তাকে, A#m স্রোতের টান ঠোঁটে রাখতে ভুলে B A#m C# চাইতে কি আমাকে ফের মুখ তুলে Chorus: D#m B F# হাত বাড়িয়ে ডাকছি দেখো ওই B F# A#m তোমায় ছেড়ে যেতে পারলাম কই, D#m B F# হাত বাড়িয়ে ডাকছি দেখো ওই B C#7 F# তোমায় ছেড়ে যেতে পারলাম কই।
Published:
Last updated: