Noor Jahaan - Mon Boleche chords by Soundtracks 🎦
Guitar chords with lyrics
- Difficulty: Intermediate 💪
Bm Em
রূপকথারা চুপকথারা
A C D
প্রেম সাজালে মেঘের মিছিলে
D C
এক মুঠো তারা ভালোবাসারা
D
মিলে মিশে ভাবে আদর স্বভাবে
G C
সোহাগের হাওয়ায়, মেঘেদের ডানায়
A
এই মন বেখেয়ালে, অন্তরালে
D
স্বপ্ন রেখে যায়
G C
জোনাকির গানে, আদরের টানে
D Am
এই রং ছুঁয়ে থাকে, ইচ্ছে আঁকে
D
ঐ সুখী তারায়
B Bm
মন বলেছে তোর সাথে যাবো
D C D
তোকে নিয়ে চল আজকে হারাবো
Em Bm
মন বলেছে তোর সাথে যাবো
C D
তোকে নিয়ে চল আজকে হারাবো
G
সোহাগের হাওয়ায়, মেঘেদের ডানায়
C
এই মন বেখেয়ালে, অন্তরালে
D G
স্বপ্ন রেখে যায়
জোনাকির গানে, আদরের টানে
C
এই রং ছুঁয়ে থাকে, ইচ্ছে আঁকে
ঐ সুখী তারায়
Bm Em Gbm
মন বলেছে তোর সাথে যাবো
D Em
তোকে নিয়ে চল আজকে হারাবো
Em C Am
Hmm hmmm ooooooho hooooooooo
A
Hm hmm hm hmmmmmmmmm Published:
Last updated:
Please rate for accuracy!
