Key: D ♫ Intro: D Bm G F D Bm আ রে না G A না রে না ♫ Verse 1: D তোকে নিয়ে দিন আসে, Bm আবছায়ার পাশে পাশে। G
অবাক চোখ নিষ্পলক A এই মধুমাসে। D দুহাতে আগলে রাখিস, Bm আমার স্বপ্নের আপিস। G লুকোচুরি, জল ঘুড়ি A মেঘ আকাশে। Bm G ছুঁয়ে থাকি, মিশে থাকি, D A পরস্পরের কবিতায়। Bm G ক্লান্তিহীন, প্রতিদিন, E G A এই জীবন বয়ে যায়। ♫ Chorus: D E আ আ-আ-আ F#m A আ-আ-আ আ-আ-আ D E আ আ-আ-আ F#m আ আ-আ-আ D E আ আ-আ-আ F#m A D E A আ-আ-আ আ-আ-আ। ♫ Verse 2: D G D যদি তারে নাই চিনি গো সে কি, A Bm সে কি আমায় নেবে চিনে, A Bm সে কি আমায় নেবে চিনে, G Am এই নব ফাল্গুনের দিনে। D G জানিনে, জানিনে, D G D যদি তারে নাই চিনি গো সে কি। ♫ Chorus: D G Bm D ♫ Bridge: D থাক সে আলাপ, G A তোর দুখে সুখে। D থাক ছুঁয়ে থাক, G A ওই হাত ঘড়ি টা কে। D রং সে বরং, G A হোক সাদামাটা। D মাঠ ফাটা রোদ, G A আর চুমুর কবিতা টা। Bm G মাঝে মাঝে বুক কাঁপে, D A ভাঙাচোরা সংলাপে। Bm G বাঁধ ভাঙা ইশারায়, E G A মন ছোটে খালি পায়। ♫ Chorus: D E আ আ-আ-আ F#m A আ-আ-আ আ-আ-আ D E আ আ-আ-আ F#m আ আ-আ-আ ♫ Outro: D G D A যদি তারে নাই চিনি গো সে কি D G D A যদি তারে নাই চিনি গো সে কি। ।
Published:
Last updated: